পত্রিকা প্রতিনিধি : ব্যাঙ্কের বাইরে থেকে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো চন্দ্রকোনা থানার পুলিশ।প্রায় দেড় মাসের মধ্যে চন্দ্রকোনা থানার পুলিশের তৎপরতায় ব্যাঙ্কের সামনে থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো পুলিশ।পুলিশ সূত্রে জানাযায়,গত ০৫.০৫.২০২০ তারিখ মঙ্গলবার চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ড খিড়কিবাজার এলাকায় ইউকো ব্যাঙ্কে ব্যবসায়ীক নগদ ৩ লক্ষ টাকা ব্যাগে নিয়ে জমা করতে এসেছিলেন চন্দ্রকোনার গোঁসাইবাজার এলাকার বাসিন্দা অনাথবন্ধু ঘোষ নামের এক ব্যক্তি।অনাথবন্ধু বাবু আনন্দপুর থানার বুড়্যাপাট এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী রণজিৎ দন্ডপাটের ম্যানেজার হিসাবে কাজ করতেন সে সূত্রে রণজিৎ বাবুর ব্যবসায়ীক আলুর নগদ ৩ লক্ষ টাকা ৫ ই মে ২০২০ তারিখে চন্দ্রকোনার ইউকো ব্যাঙ্ক জমা করতে আসেন।পুলিশকে অনাথবন্ধু ঘোষ জানিয়ে ছিলেন,সেদিন ব্যাঙ্কের বাইরে বসে পরিচিত এক ব্যক্তির অনুরোধে একটি ফর্ম ফিলাপ করে দিচ্ছিলেন,পাশেই টাকার ব্যাগটিও ছিলো।ফর্ম ফিলাপ হতেই লক্ষ করেন টাকা ভর্তি ব্যাগ নেই,চিৎকার চেঁচামেচিতে সিভিক পুলিশ সহ স্থানীয়রা জড়ো হয়ে খোঁজাখুঁজি করলেও কোনও হদিশ পাননি।ওই দিনের ঘটনায় চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করেছিলেন অনাথবন্ধু ঘোষ।অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে জানাযায়,গতকাল শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে গড়বেতার গুইয়াদহ এলাকা থেকে রাজু খাঁন নামের একজনকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ধৃত রাজু খাঁনের গড়বেতার নবকোলার বাড়ি থেকে ছিনতাই হওয়া বেশকিছু জিনিস উদ্ধার হয়।পুলিশ এও জানায়,৫ ই মে ২০২০ তারিখে ব্যাঙ্কের সামনে থেকে ছিনতাই হওয়া ব্যাগে ৩ লক্ষ টাকা বাদেও এটিএম কার্ড,পাশবই সহ বেশকিছু ডকুমেন্টস ছিলে সেগুলি উদ্ধার করা হয়েছে এবং ১ লক্ষ ৫ হাজার নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে ধৃতের থেকে।পাশাপাশি ওইদিন ছিনতাইয়ের জন্য ব্যবহৃত একটি মোটরবাইকও সিজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাযায়।ধৃতকে শনিবার ঘাটাল কোর্টে পাঠানো হয় এবং পুলিশের তরফে ৭ দিনের রিমান্ডেরও আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশের অনুমান ছিনতাইয়ের ঘটনায় একা রাজু নই আরও বেশকয়েকজন জড়িত তারাও খুব শীঘ্র ধরা পড়বে বলে চন্দ্রকোনা থানার পুলিশের তরফে জানানো হয়।এদিকে মাত্র দেড় মাসের মাথায় পুলিশি তৎপরতায় ছিনতাইয়ের ঘটনার কিনারা করে টাকা সহ অন্যান্য সামগ্রীর হদিশ মেলায় খুশি অভিযোগকারী অনাথবন্ধু ঘোষ ভরসা রাখছেন পুলিশের উপর বাকিরাও ধরা পড়বে এবং উপযুক্ত শাস্তি মিলবে।
ব্যাঙ্কের বাইরে থেকে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের কিনারা করলো চন্দ্রকোনা থানার পুলিশ,ধৃত ১
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -