Home » Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরে মাটি খুঁড়ে উদ্ধার ৩৬ টি বন্দুক ও ৪৫০ টি কার্তুজ

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরে মাটি খুঁড়ে উদ্ধার ৩৬ টি বন্দুক ও ৪৫০ টি কার্তুজ

by Biplabi Sabyasachi
0 comments

36 guns and 450 rounds of ammunition recovered from excavations in Paschim Medinipur

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ফের উদ্ধার বিপুল পরিমান বন্দুক ও কার্তুজ ৷ মাটি সমান করে চাষ যোগ্য জমি তৈরী করতে গিয়ে বুধবার দুপুরে গ্রামবাসীরা এই লুকিয়ে রাখা অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছেন ৷ পরে পুলিশকে খবর দিলে গোয়ালতোড় থানার পুলিশ সেগুলি উদ্ধার করে তদন্তে নামে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার বড়ডাঙ্গা গ্রামে ৷

আরও পড়ুন:- কাঁথি ও এগরা পুরসভার ভোটের প্রস্তুতি ঘিরে বৈঠক , মাঠে নেই বিরোধীরা

Paschim Medinipur
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- শহরের রাস্তাতেই মরণফাঁদ! প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

বুধবার দুপুর একটা নাগাদ বড়ডাঙ্গা গ্রামের মানুষ জঙ্গলের পাশে জমি সমতলি করনের জন্য মাটি কাটছিল। মাটি কাটতে মাটির ভেতর থেকে ত্রিপলে মোড়া বস্তাবন্দি অবস্থায় অনেকগুলি বন্দুক উদ্ধার করে।কৌতুহলি হয়ে আরও খনন করার সাথে সাথে সেখান থেকে প্লাস্টিকের দুটি বড়ো বালতি উদ্ধার হয় ৷ সেই বালতির ভেতরে ছিল বহু সক্রিয় কার্তুজ ৷ এরপরেই স্থানীয় আতঙ্কিত হয়ে পড়েন ৷ খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে ৷

Paschim Medinipur

আরও পড়ুন:- খড়্গপুরে বিধ্বংসী আগুন! ভস্মীভূত ২ টি দোকান

Paschim Medinipur
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- করোনা আক্রান্তদের পাশে মেদিনীপুর পুরসভা,পরিবারে পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন জিনিসপত্র

পুলিশ এসে আরও খানিকটা মাটি খনন করেন ৷ উদ্ধার হয় আরও বন্দুক ও কার্তুজ ৷ তবে এই অস্ত্রগুলি একটি বড়ো সাদা ব্যানারো মোড়া অবস্থায় ছিল ৷ যে ব্যানারে লেখা ছিল – চলো সবাই গ্রামসভায় যাই ৷ যা বাম আমলের বলেই উল্লেখ করা রয়েছে ৷ পুলিশ সুপার দিনেশ কুমার বলেন- পুলিশ অস্ত্র গুলি উদ্ধার করেছে ৷ সেখানে ৩৬ টি বন্দুক ও প্রায় সাড়ে চারশো পিস কার্তুজ ছিল ৷ ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:- আমন্ত্রণ পত্রে বিধায়কের নাম বিভ্র‍াট ও বিতর্ক গায়ে মেখে শুরু ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল উৎসব

আরও পড়ুন:- ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল

স্থানীয় নলবনা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় সাউ বলেন- “স্থানীয় মানুষ মাটি কাটতে গিয়ে বন্দুক দেখতে পেয়ে আমাকে জানান। পুলিশকে আমি জানানোর পরে পুলিশ বন্দুকগুলি উদ্ধার করেছে৷ এই এলাকায় আগে সিপিআইএমের সশস্ত্র বাহিনীর ক্যাম্প ছিল ৷ তারা এই সব অস্ত্র ব্যাবহার করতো ৷ এই সব তাদের ব্যবহৃত অস্ত্র হতে পারে। বিজেপি নেতা গৌতম কৌড়ির অভিযোগ -কোনো দেশবিরোধী শক্তি এখানে বন্দুক রেখেছিল কিনা তার সঠিক তদন্তের প্রয়োজন। রাজ্যপুলিশে ভরোসা নেই তাই এই ঘটনায় N.I.A. তদন্ত প্রয়োজন।

আরও পড়ুন:- মাদুলিতেই সারবে করোনা! খবর পেয়ে পুলিশ যেতেই বেপাত্তা ‘মাদুলিবাবা’

সিপিআইএমের জেলা সম্পাদক তরুন রায় বলেন- এই সব অস্ত্র বর্তমানের শাসকদলের হতে পারে ৷ আমাদের অস্ত্রের দরকার পড়ে না ৷ শাসকদলের লোকেরাই নিজেদের প্রয়োজনে এমন বহুবার অস্ত্র ব্যাবহার করেছে ৷ পুলিশ দেখুক এই অস্ত্রের আসল ব্যাবহারকারি কে ৷ তৃণমূলের জেলা নেতা অজিত মাইতি বলেন- এই অস্ত্র বাম সরকার মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাবহার করতে মজুদ করেছিল সিপিআইএমের লোকজন ৷ এমন অস্ত্র দিয়েই বহু নাশকতা ঘটিয়েছিল তারা ৷ পুলিশ তদন্ত করলে সব বেরিয়ে আসবে ৷

আরও পড়ুন:- সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নয়া মেশিন মেদিনীপুর পুরসভায়, শহরে ৩টি গভীর নলকূপের উদ্বোধন করলেন বিধায়ক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.