Home » HS Result 2022 : উচ্চমাধ্যমিকে প্রথম দশে পশ্চিম মেদিনীপুরের ৩৫ পড়ুয়া

HS Result 2022 : উচ্চমাধ্যমিকে প্রথম দশে পশ্চিম মেদিনীপুরের ৩৫ পড়ুয়া

by Biplabi Sabyasachi
0 comments

HS Result 2022 : শিরোনামে পশ্চিম মেদিনীপুরের জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তন। এই স্কুলের প্রথম দশে স্থান করে নিল রাজ্যের সেরা ২২ জন পড়ুয়া। স্কুলের সুনাম রয়েছে বহু বছর ধরেই। প্রতি বছরই ভালো ফল হয়। প্রথম দশের মধ্যেও জায়গা করেন এই স্কুলের ছাত্রছাত্রীরা। রাজ্যের মধ্যে দ্বিতীয় ও পশ্চিম মেদিনীপুরে প্রথম হয়েছেন সায়নদ্বীপ সামন্ত।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শিরোনামে পশ্চিম মেদিনীপুরের জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তন। এই স্কুলের প্রথম দশে স্থান করে নিল রাজ্যের সেরা ২২ জন পড়ুয়া। স্কুলের সুনাম রয়েছে বহু বছর ধরেই। প্রতি বছরই ভালো ফল হয়। প্রথম দশের মধ্যেও জায়গা করেন এই স্কুলের ছাত্রছাত্রীরা। রাজ্যের মধ্যে দ্বিতীয় ও পশ্চিম মেদিনীপুরে প্রথম হয়েছেন সায়নদ্বীপ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭।

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে পশ্চিম মেদিনীপুরের জয়জয়কার, দ্বিতীয় সায়নদ্বীপ

স্বনীল রায়, উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম।

তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার বলপাই এলাকার বাসিন্দা। তৃতীয় স্থান অর্জন করেন পরিচয় প‍াড়ি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ স্থানে রয়েছেন ৩ পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯৫। তাঁরা হলেন সৌম্যদ্বীপ মন্ডল, কিংশুক রায়, প্রীতম দে।ষষ্ঠ স্থানে রয়েছেন শ্রীকৃষ্ণ সামন্ত। প্রাপ্ত নম্বর ৪৯৩। সপ্তম স্থান অর্জন করেন এই স্কুল থেকে তিন জন। প্রাপ্ত নম্বর ৪৯২। তাঁরা হলেন পিঙ্কি খাতুন, শান্তনু পাল, প্রতীক মন্ডল।

আরও পড়ুন : মেদিনীপুর সদরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার কান্ডে গ্রেফতার ১

HS Result 2022

সোমা ঘোড়ই, উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ।

অষ্টম স্থান অর্জন করেন ৬ পড়ুয়া (৪৯১ নম্বর)। তাঁরা হলেন শর্মিষ্ঠা ঘোড়ই, সেক রাহুল হোসেন,সৌম্যদ্বীপ সামন্ত, অঙ্কন সাহু, সৈকত রায় ও সাহেব দাস অধিকারী । নবম স্থানে রয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। তাঁরা হলেন অমিয় শাসমল ও শতস্মিত মহাপাত্র। দশম স্থানে রয়েছেন এই স্কুলের ৫ পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৮৯। তাঁরা হলেন আকাশ ঘোষ, সৌম্যদ্বীপ করণ, শুভজিত শাসমল, শৈলেশ জানা, পবিত্র বেরা।

আরও পড়ুন : মেদিনীপুরে বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের মুকুটে নয়া পালক, পেল ‘NAAC’-এর স্বীকৃতি

স্নিতা ভূ্ঞ্যা

ষষ্ঠ স্থানে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের সবং সারদাময়ী উচ্চ বিদ্যালয়ের সম্প্রীতি প্রধান ও রিনি রাউল। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। এছাড়াও এই স্কুলেরই অন্বেষা ভট্টাচার্য, রাজর্ষি পাত্র ও অঙ্কিতা মুখার্জী অষ্টম স্থানে রয়েছেন ।প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছেন মনিকা ভূঞ্যা । প্রাপ্ত নম্বর ৪৯০।দশম স্থানে রয়েছেন দেবমিতা পাত্র (৪৮৯)। গোয়ালতোড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সোমা গরাই ষষ্ঠ স্থানে (৪৯৩) রয়েছেন। সপ্তম স্থানে রয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের রৌনক মন্ডল। প্রাপ্ত নম্বর ৪৯২।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে অভিযান বনদফতরের ! বাজেয়াপ্ত ৫০ টি কাঠের গুঁড়ি

তিনি মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা। খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির (উ:মা:) স্কুলের পড়ুয়া আরাত্রিকা মুখার্জী ও রয়েছেন সপ্তম স্থানে। নবম স্থানে রয়েছেন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের স্নিতা ভূঞ্যা । প্রাপ্ত নম্বর ৪৯০। মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্বপ্নীল রায় নবম স্থান অর্জন করে। প্রাপ্ত নম্বর ৪৯০। চাঙ্গুয়াল কান্দারপাপুর প্রণবেশ বিদ্যানাথ হাইস্কুলের শুভ ভট্টাচার্য রাজ্যে উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকার করে। প্রাপ্ত নম্বর ৪৮৯।পশ্চিম মেদিনীপুরের মোট ৩৫ জন পড়ুয়া রয়েছেন রাজ্যের সেরা দশের তালিকায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

HS Result 2022

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.