Home » পূর্ব মেদিনীপুরের তমলুক হাসপাতালে ডেল্টা স্ট্রেইনে আক্রান্ত ২৭, আতঙ্ক

পূর্ব মেদিনীপুরের তমলুক হাসপাতালে ডেল্টা স্ট্রেইনে আক্রান্ত ২৭, আতঙ্ক

by Biplabi Sabyasachi
0 comments

Tamluk Hospital

আরও পড়ুন ঃটোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন পশ্চিম মেদিনীপুরের কন্যা প্রণতি

পত্রিকা প্রতিনিধি: এবার পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) করোনার ডেল্টা স্ট্রেইনের (Corona Delta Strain) হদিশ মেলায় আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে। গত ৩ -৪ দিনে তমলুকের জেলা হাসপাতালে (Tamluk District Hospital) RTPCR TEST-এ এরকম প্রায় ২৭ জনের শরীরে ডেল্টার হদিশ মিলেছে বলে জানা যায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে। মঙ্গলবার পুরো বিষয়টি স্বাস্থ্য ভবন ও জেলা প্রশাসনের নজরে আনা হয় । এরপরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। ২৮ ও ২৯ জুলাই জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈঠক করবেন বলে জানা যায় প্রশাসনিক সূত্রে।

ফাইল চিত্র


করোনার ডেল্টা স্ট্রেইনে (Corona Delta Strain) আক্রান্ত ২৭ জনের বাড়ি সংলগ্ন এলাকাকে চিহ্নিত করে কনটেইনমেন্ট জোনের (Containment Zone) আওতায় আনা হবে। এদের মধ্যে কয়েকজন তমলুক জেলা হাসপাতালে (Tamluk District Hospital) চিকিৎসাধীন বলেও জানা গিয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমও এইচ (CMOH) সৌম্য ষড়ঙ্গী (Soumya Sharengi) বলেন ডেলটা (Delta) অনেক আগেই মেদিনীপুরে (Medinipur) চলে এসেছে। প্রায় আড়াই মাস আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (Medinipur Medical College and Hospital) ল্যাবে (Lab) ডেল্টা স্ট্রেইন (Delta Strain) মিলেছে। এর সংক্রমণ প্রবণতা খুবই বেশি। তবে আতঙ্কের কিছু নেই ভ্যাকসিনের (vaccine) দুটি ডোজ (Dose) নেওয়া থাকলে চিন্তার কোনো কারণ নেই ।


করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) মোকাবিলায় অনেক আগে থেকেই গোটা জেলাজুড়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে তমলুক (Tamluk) ,হলদিয়া (Haldia),পাঁশকুড়া (panskura), নন্দীগ্রাম (Nandigram) ও এগরা (Egra) সহ প্রভৃতি বড় হাসপাতালে পাইপলাইনের সাহায্যে অক্সিজেন (Oxygen) সরবরাহ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । স্ট্রেইন পরীক্ষার জন্য আরএনএ (RNA) তৈরি করা হচ্ছে । এরফলেই ডেল্টা স্ট্রেইন সামনে এসেছে। জেলায় ডেলটা স্ট্রেইন ঢুকে পড়লেও প্রথম ডোজ পেয়েছেন ১১ লক্ষ ২৯ হাজার জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ৯৯ হাজার জন। সুপার স্প্রেডার গ্রুপের (Super Spreader Group) মোট ৪ লক্ষ ৭৬ হাজার জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে । জেলায় সংক্রমণের হার ১.০৬ শতাংশ।তবে চিন্তা বাড়াচ্ছে ডেল্টা স্ট্রেইন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Football team

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.