Home » 2024 Lok Sabha Election : পাখির চোখ ২০২৪: ৩ মাসে রাজ্যে এক হাজার জনসভার লক্ষ্যমাত্রা বিজেপির, ঘাটালে বললেন শুভেন্দু

2024 Lok Sabha Election : পাখির চোখ ২০২৪: ৩ মাসে রাজ্যে এক হাজার জনসভার লক্ষ্যমাত্রা বিজেপির, ঘাটালে বললেন শুভেন্দু

by Biplabi Sabyasachi
0 comments

2024 Lok Sabha Election: Bird’s Eye 2024: BJP’s target of 1000 public meetings in the state in 3 months, says Suvendu Adhikari.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই, রাজ্যজুড়ে সংগঠন চাঙ্গা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ঘাটালের মাটিতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের ধার শানালেন শুভেন্দু। রবিবার ঘাটালে বিদ্যাসাগর স্কুল ময়দানে দলীয় একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন,পুলিশকে কাজে লাগিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জনতা পার্টির কর্মীদের কোনভাবেই দমন করা যাবে না, আমরাও প্রস্তুত আছি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

আগামী নির্বাচনের আগেই রাজ্যের কোণায়- কোণায় পৌঁছে যাব, তিন মাসে এক হাজার সভা হবে রাজ্যে। এ দিন শোভামঞ্চ থেকে মোদি সরকারের একের পর এক প্রকল্প তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,মোদিজীর বার্তা কেন্দ্রীয় প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরতে হবে। এর পাশাপাশি লোকসভা ভোটকে পাখির চোখ করে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নাম না করে মমতা এবং অভিষেককে দুর্নীতির সরকার বলে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তিনি তাঁর বক্তব্যে বুঝিয়ে দেন,২৪ এর লোকসভা ভোটে যে কেন্দ্রগুলিকে পাখির চোখ করা হয়েছিল,তার মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্র রয়েছে।

2024 Lok Sabha Election

ঘাটালের মঞ্চ থেকে ধূপগুড়ির উপ নির্বাচনে বিজেপির পরাজয়ে দলীয় কর্মী সমর্থকদের অক্সিজেন জোগাতে তিনি বলেন। ধূপগুড়িতে সরকারি প্রকল্পের প্রলোভন দেখিয়ে পুলিশকে সাথে নিয়ে জয়ী হয়েছে তৃণমূল। তবে আগামী লোকসভা ভোটে তা পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন,আগামী তিন মাসে রাজ্য জুড়ে এক হাজার জনসভা করা হবে। সভার অনুমোদন নিয়েও এদিন পুলিশকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু।মঞ্চ থেকে ঘাটালের মানুষের আবেগ ঘাটালের নতুন রেলপথ নিয়ে শুভেন্দু তার ভাষণে বলেন, ঘাটালে রেলপথ আনতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে দরবার করা হয়েছে।

নিজস্ব চিত্র

রাজ্য সরকার জমির ব্যাবস্থা করলেই ঘাটালের রেলপথের কাজ শুরু হবে। শুভেন্দুর পাশাপাশি এদিন ঘাটালের জনসভায় উপস্থিত ছিলেন খড়্গপুরের বিধায়ক হীরন চ্যাটার্জী। চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, আগামী লোকসভা ভোটের আগেই তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা জেলে চলে যাবে। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে হীরন বলেন, এবার ৪০০ এরও বেশি আসন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসবে বিজেপি। গতকালের জনসভা প্রত্যুত্তর দিতে কাল বিলম্ব করেনি ঘাসফুল শিবির। শুভেন্দু এবং হীরনের বক্তব্যের পাল্টা বক্তব্য দিতে গিয়ে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন, বিজেপি দিবা স্বপ্ন দেখছে।

আরও পড়ুন : বিদ্যুতে ফিক্সড ও মিনিমাম চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহক সমিতির

আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভে পড়লো প্রশাসন

২০২৪ এর সেমিফাইনাল ম্যাচ হয়ে গিয়েছে ধূপগুড়িতে। দিদি এবার প্রধানমন্ত্রী হবেন। বিজেপির রেলপথের বক্তব্য প্রসঙ্গে দিলীপবাবু বলেন, পাঁশকুড়া-চন্দ্রকোনারোড ভায়া ঘাটাল রেললাইন এবং আরামবাগ- ঘাটাল রেললাইন ভায়া ইড়পালা এই প্রজেক্ট মমতা ব্যানার্জী রেলমন্ত্রী থাকাকালীন রেল বাজেটে ঘোষণা করে গেছেন গত ২০০৯-১০ এবং ১১ সালের রেল বাজেটে। আর বর্তমান সময়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। ঘাটালের রেলপথ নিয়ে আমরা সক্রিয় রয়েছি, আশা করি জমি সংক্রান্ত বিষয় সহ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষের জন্য যাবতীয় করণীয় করবেন।

বক্তৃতা মঞ্চে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। মাস্টার প্ল্যান প্রসঙ্গে হিরন বলেন ,রাজ্য সরকার সহযোগিতা না করার জন্যই ঘাটালের মাস্টার প্ল্যান আজও ঝুলে রয়েছে। অপরদিকে তৃণমূল জানায়, মাস্টার প্ল্যান নিয়ে বিজেপি ভুয়ো রাজনীতি করছে। কেন্দ্র অর্থ বরাদ্দ না করেও অর্থ বরাদ্দ হওয়ার কথা বলছে। ঘাটালের মানুষ এর জবাব দেবে। মোটের উপর ঘাটালে শুভেন্দুর সভা ঘিরে রাজনৈতিক পারদ ছিল চরমে। আগামী লোকসভা ভোটে ঘাটালের রাজনীতিতে জুজুধান দুই দলের লড়াই ঠিক কোন্ পথে এগোয়, সেদিকেই তাকিয়ে ঘাটালের বিচক্ষণ ব্যক্তিরা।

আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের

আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র‍্যাগিং কমিটি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

2024 Lok Sabha Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.