ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খড়্গপুরে শ্রীনু নাইডু হত্যা মামলায় মঙ্গলবার বাসব রামবাবু সহ ১৩ জনকে অব্যাহতি দিল মেদিনীপুর জেলা ও দায়রা আদালত। উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে শ্রীনু নাইডুর পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সিবিআই তদন্ত হলে ভালো হতো। রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ জানুয়ারি বিকেলে খড়্গপুরে তৃণমূলের ওয়ার্ড কার্যালয়ে বসেছিলেন শ্রীনু নাইডু, ভি ধর্মা রাও সহ অন্যান্যরা। সেইসময় দুস্কৃতিরা এসে গুলি করে। তাতে শ্রীনু নাইডু, ভি ধর্মা রাও-এর মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। সেই ঘটনায় তদন্ত নেমে তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ রামবাবু সহ ১৩ জনকে গ্রেফতার করেন। ৫৩ জনের সাক্ষ্য প্রমাণ সহ মামলা শুরু হয়েছিল। তারপর থেকে বিভিন্ন জেলে বন্দী ছিল তারা। মঙ্গলবার ওই মামলার রায় দান ছিল মেদিনীপুর আদালতে। সকাল থেকে আদালত চত্ত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে দুই মহিলার উপর তরল রাসায়নিক ছুড়লো দুষ্কৃতিরা, গ্রেফতার এক
Srinu Murder Case
আদালতের রায়ে রামবাবু সহ ১৩ জনকেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে খুশি নন সরকার পক্ষের আইনজীবী। সরকার পক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর সমর কুমার নায়েক জানান, “১৩ জন কুখ্যাত মাফিয়ার বিরুদ্ধে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও জানিনা বিচারক কেন পক্ষপাতদুষ্ট এমন রায় ঘোষণা করলেন! এই রায়ে আমরা হতাশ। উচ্চ আদালতে যাওয়া হবে।” আসামী পক্ষের আইনজীবী অজয় কুমার ঘোষ বলেন, “সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছে।”
আরও পড়ুন : আয়াদের দৌরাত্ম্য অব্যাহত মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন : বাইক মিছিল করে বাড়ি বাড়ি মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ কুড়মিদের বিরুদ্ধে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Srinu Murder Case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper