TMC
আরও পড়ুন ঃ–কাঁথিতে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দলের কয়েকজন নেতাকর্মী রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই পূর্ব মেদিনীপুর ১০ জন নেতাকে ‘অন্তর্ঘাত’-এর অভিযোগে বহিষ্কার করলো রাজ্যের শাসক দল।
প্রসঙ্গত,গত বছর ১৬ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপির পতাকা তুলে নেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাথে সেই সভায় তৃনমূলের উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি সহ এই জেলার দুই বাম বিধায়কও বিজেপিতে যোগদান করেছিলেন। তবে তারপর দিন যত এগিয়েছে জেলা তৃণমূলে ভাঙন হয়েছে নানা সময়ে। জেলা পরিষদ, ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারীরা একে একে পদ ছাড়েন, যোগ দেন বিজেপিতে।
একই সাথে গুঞ্জন ছিলো এখনো অনেকে তৃণমূলে থেকেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান সভাপতি এবং পৌরসভার কাউন্সিলরদের সম্মতি পত্র গ্রহণ করা হয়। সম্ভবত তা নজর এড়ায়নি জেলা তৃণমূল নেতৃত্বের। নির্বাচনের আগে ভাঙন রুখতে কড়া বার্তা দিতেই ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব সন্দেহের নজরে থাকা একগুচ্ছ দলীয় নেতৃত্বকে সরিয়ে দিল । এদিন সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা জানান তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। তবে তৃনমূলের জেলা সভাপতির দেওয়া তালিকা অনুযায়ী বহিষ্কৃতদের মধ্যে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, তাঁর স্ত্রী তনুশ্রী জানা-সুনীল দেবা ধিকারী, শিলাদিত্য আদক, নিকুঞ্জ বিহারী মান্না, বিভাস কর , মিনতি পট্টনায়েক, দেবনাথ দাস, রাখি আদক, নির্মলা দেবাধিকারী সহ জেলা পরিষদের একাধিক সদস্য। তবে দিবাকর জানা’কে এর আগেও বহিষ্কৃত করেছিলো তৃনমূল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
TMC
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore