পত্রিকা প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসী বাড়িতে সরকারি বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে মহিষাদলের ঐতিহাসিক রথযাত্রা গোপাল জি মন্দিরের সামনে (লেদুল) পূজার্চনা উৎসব শুরু হল। রাত পোহালেই মহিষাদল এর রথ।নিয়ম রীতি মেনে রথের আগের দিন এর উৎসব শুরু হয়। রথের চূড়া থেকে শুরু করে যা কিছু রাখি পরানো হবে। তা আজকের শোধন করা হয় এই পূজার্চনার মধ্য দিয়ে
২৮৮ বছরের পুরানো রীতিনীতি ভেঙে মহিষাদলের জগন্নাথ দেব,বলরামদেব ও সুভদ্রা দেবী এবার পালকিতে করে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক কুমার চক্রবর্তী জানালেন সারা দেশজুড়ে চলছে করোনাভাইরাস রোগ। সেই রোগ বিস্তার করতে না পারে। তাই সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রথযাত্রার নিয়ম কানুন মেনে সব কিছু হবে কিন্তু রথ চলবে না ।বাড়িতে বসেই রথ দেখতে পাবেন অনলাইনের মধ্য দিয়ে। যদিও পুরী,মাহেশের পরই আসে মহিষাদলের রথের নাম।সেই রথ এবার সাজানো হবে কিন্তু রথ টানা হবে না। চাকা গড়বেনা,বসবেনা এক মাসের মেলা হরেক দোকানদারি।শহর জুড়ে চলছিল রথ বন্ধের মাইকিং।আজ নিয়ম-নীতি মেনে রথের আগের দিন যে দোল উৎসবে পূজার্চনা মেতেছে মহিষাদলের মানুষ।
অপরদিকে রাত পোহালেই রথযাত্রা পূর্ব মেদিনীপুর জেলার মহিলাদলের পর নাম উঠে আসে শিল্প-সংস্কৃতির শহর হলদিয়া টাউনশিপ এর রথযাত্রা ।এবারের চলবে না মন ভালো নেই এলাকার মানুষের।
নতুন চেহারায়,নতুন সাজে এবার রথযাত্রা নিয়ে প্রবল উৎসাহ ও উদ্দীপনা ছিল শহরবাসীর মধ্যে।রথ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিল পুরপ্রধান শ্যামল কুমার আদক।কিন্তু করোনা ভাইরাসের থাবায় রথযাত্রা বন্ধের খবর শুনে মন খারাপ এলাকার মানুষের।করোনা আবহে এবার আর রথযাত্রার আয়োজন করা হচ্ছে না।রথযাত্রা উপলক্ষ্যে বসবে না মেলাও।রথযাত্রা কমিটির সদস্য সুব্রত দাস অধিকারী বলেন,”করোনা সর্তকতা বিধি মেনে ঠিক করা হয়েছে এবার রথযাত্রা বন্ধ থাকবে।তবে প্রথা মেনে রথ সাজানো হবে।নিয়ম করে রথের চাকা গড়ালেও হলদিয়া শহর জুড়ে রথ পরিক্রমা করবে না।বসবে না হরেক রকম দোকান।হবে না সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান।উৎসব আবহে শিল্প শহরে মন খারাপের কড়া নাড়বে।