128
			
                    
					
			
            
				            
			        
    পত্রিকা প্রতিনিধি : বাড়ির সেফটি ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহার অঞ্চলের মধ্যপাড়াতে। মৃত দুই ব্যক্তির নাম নিতাই মন্ডল ও পূর্ণ মন্ডল। জানা যায়, নিজের বাড়ির সেফটি ট্যাঙ্ক ভর্তি হয়ে যাওয়ায় রবিবার সকালে পরিষ্কার করতে ট্যাঙ্কে নেমেছিল নিতাই মন্ডল। নামার পরই তাঁর প্রবল কষ্ট হচ্ছে দেখতে পায় উপরে দাঁড়িয়ে থাকা তাঁর ভাই পূর্ণ মন্ডল। দাদার কষ্ট দেখে উপরে তুলতে পূর্ণও নেমে যায়। নামার পরই দুজনেই আর উপরে উঠতে পারেনি। পরে বাড়ির লোকজন এসে দেখেন দুই ভাই ট্যাঙ্কের ভেতরে পড়ে আছেন। স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঐ সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
 
			        