পত্রিকা প্রতিনিধি: ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার জালালপুরের মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার। জানাযায় মালবাহী লরির চাকায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই মহিলার। পুলিশ জানায় মৃতদুই মহিলা ঊষা মাইতি(৩৪)বাড়ি নারায়নগড় থানার তুতারঙ্গ।অপর জন শুভ্রা ভুঁইঞা (৩৫) বাড়ি খড়গপুর লোকাল থানার কইগ্যেড়া। তারা তাদের ভাইয়ের বাইকে চড়ে ঘাটাল আসার পথে মোটর বাইক থেকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় । স্থানীয়রা জানায় মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ সামনের এক দশচাকা লরিকে ওভারটেক করতে গেলে বেসামাল হন বাইকের চালক। পিছনের সিটে থাকা দুই মহিলা রাস্তায় পড়ে গেলে সাথে সাথে পিছনের লরির চাকায় তারা চাপা পড়ে যান এবং ঘটনাস্থলেই ওই দুই মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ এই দুর্ঘটনা কারণ বেহাল ঘাটাল পাঁশকুড়া সড়ক সাথে রাস্তার দুই ধারে রাখা ইমারতি সামগ্রী। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
			140
			
                    
					
			
            
				            
			        
    
                    previous post
                
                
                     
			        