141
পত্রিকা প্রতিনিধি :নতুন করে পশ্চিম মেদিনীপুর জেলায় চারজনের করোনা পজেটিভ এল।জানা গিয়েছে ঘাটালের শীতলপুর এলাকায় দুজনের করনা সংক্রমনের হদিস পাওয়া গিয়েছে ।এছাড়াও ঘাটাল মহকুমার দাসপুর এলাকার দুজনের কোভিড রিপোর্ট পজেটিভ আসে। সম্প্রতি এই চারজন শ্রমিক মুম্বই থেকে বাড়ি ফেরেন ।জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার গিরিশচন্দ্র জানিয়েছেন,জেলায় চারজনের করোনা ধরা পড়েছে ।তাদের চিকিৎসার জন্য করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে খতিয়ে দেখা হয়েছে ওই চারজন পরিযায়ী শ্রমিক কার কার সংস্পর্শে এসেছেন । এরপর প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে ।