Home » পশ্চিম মেদিনীপুরে ইয়াসের ক্ষতিতে প্রশাসনের হিসেব ছাড়িয়ে দ্বিগুণ জমা পড়তে পারে আবেদন

পশ্চিম মেদিনীপুরে ইয়াসের ক্ষতিতে প্রশাসনের হিসেব ছাড়িয়ে দ্বিগুণ জমা পড়তে পারে আবেদন

by Biplabi Sabyasachi
0 comments

Cyclone Application

আরও পড়ুন ঃনন্দীগ্রামে মাছ ধরার ট্রলার উল্টে মৃত ১, নিখোঁজ ৩

পত্রিকা প্রতিনিধিঃ প্রশাসনের হিসেব ছাড়িয়ে দ্বিগুণ আবেদন জমা পড়তে পারে ইয়াসের (Yaas Cyclone) ক্ষতিতে। এতেই চক্ষু চড়ক গাছ। ঠিক এক বছর আগে আমপানে (Amphan) ব্যাপক ক্ষতি হয় এ রাজ্যে। ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করে রাজ্য সরকার। সেই ক্ষতিপূরণে বহু দুর্নীতির অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।

নিজস্ব চিত্র

ক্ষতি না হলেও শাসকদলের নেতা কর্মীদের অনেকের নাম ক্ষতিপূরণের তালিকায় দেখা গিয়েছিল বলে অভিযোগ। অনেকে পরে নাম বাদ বা টাকা ফেরতও দিয়েছিলেন। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার ইয়াসে (yaas) কড়া নজরদারিতে জেলা প্রশাসন। সমস্ত ব্লকে হয়নি ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও করেন প্রশাসনিক আধিকারিকরা।

প্রশাসন সূত্রে খবর, পর্যবেক্ষণে দেখা গিয়েছে, জেলার ৭টি ব্লকে ইয়াসের (yaas) বেশি প্রভাব পড়েছে। এরমধ্যে দাঁতন- ১(Dantan-1) , দাঁতন- ২(Dantan-2), মোহনপুর (Mohanpur) এবং সবং (sabang) ব্লকে ক্ষয়ক্ষতি তুলনায় বেশি হয়েছে। কেশিয়াড়ি (keshiary) , দাসপুর- ২ (daspur-II) এবং কেশপুর ব্লকে তুলনায় কম ক্ষয়ক্ষতি হয়েছে। এই ৭টি ব্লকে ‘দুয়ারে ত্রাণে’র শিবির হবে ৩- ১৮ জুন পর্যন্ত। জেলা প্রশাসনের প্রাথমিক হিসেব অনুযায়ী নয় হাজারের মতো বাড়ি কমবেশি ক্ষতি হয়েছে। অথচ শিবিরে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় চৌদ্দ হাজার বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement
Advertisement

এখনও কয়েকদিন বাকি রয়েছে। এই সংখ্যা কুড়ি হাজার ছাড়াতে পারে। এতেই দুর্নীতির আশংকা করছেন বিরোধী শিবির। আমপানের (Amphan) থেকে শিক্ষা নিয়ে ইয়াসের (yaas) ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যাতে সরকারি ক্ষতিপূরণ পায়, সে ব্যাপারে আগাম সতর্ক প্রশাসন। আবেদন জমা পড়লেও প্রশাসন সূত্রে খবর, তদন্তকারী দল গঠন করা হচ্ছে।

আবেদনের সত্যতা যাচাইয়ে সরেজমিনে তদন্তে যাবে তদন্তকারী দল। তার পরেই ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরি হবে। অনেকের মতে দুর্নীতি রুখতেই এবারে যাবতীয় ত্রাণকার্য প্রশাসনের হাতে দিয়েছে রাজ্য সরকার (State Government)।তৃণমূলের এক নেতা বলেন, ‘ইয়াসের প্রভাব জেলার সব ব্লকে পড়েনি। প্রশাসনকে বলব, সঠিকভাবে তদন্ত করতে। একমাত্র ক্ষতিগ্রস্তরাই ক্ষতিপূরণ পাবেন। কারও ‘সুপারিশ’ গ্রাহ্য হবে না।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Cyclone Application

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.