Home » ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘট, প্রভাব পড়েছে হলদিয়া শিল্পাঞ্চলেও

৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘট, প্রভাব পড়েছে হলদিয়া শিল্পাঞ্চলেও

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : ট্রাক ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল হলদিয়া শিল্প শহরে। হলদিয়া শিল্পাঞ্চলের ৭০০-৮০০ ট্রাক সহ বাইরের ট্রাক মিলিয়ে দেড় হাজারের বেশি ট্রাক ধর্মঘটে নামায় বিভিন্ন শিল্প সংস্থায় পণ্য পরিবহণ ব্যাহত হচ্ছে সকাল থেকে। ভোজ্য তেল কারখানাগুলিতে সেভাবে লোডিং নিচ্ছে না ট্রাকগুলি। পেট্রকেম সহ অন্যান্য শিল্প সংস্থায় কিছু ট্রাক পণ্য বোঝাই করতে অস্বীকার করছে। তবে বন্দরে কোনও প্রভাব পড়েনি বলে দাবি কর্তৃপক্ষের। হলদিয়ার ট্রাক টার্মিনাস ছাড়াও ৪১ নম্বর জাতীয় সড়কের উপর বহু ট্রাক দাঁড়িয়ে রয়েছে। Truck Strike, Truck Strike, Truck Strike, Haldia truck strike, Purba Medinipur news, Biplabi Sabyasachi News

আরও পড়ুন – পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ৪


করোনা ভাইরাসের মধ্যে সারা দেশ যখন আতঙ্কিত। মানুষ গৃহবন্দী, দ্রব্যমূল্য বৃদ্ধি ধীরে ধীরে বেড়েছে। সেই সময়ে ট্রাক ধর্মঘটের ডাক। তাদের ৭ দফা দাবি নিয়ে ৭২ ঘন্টা অর্থাৎ ১২,১৩,১৪ ই অক্টোবর তিন দিনের ট্রাক ধর্মঘটের শামিল হওয়ার জন্য আহ্বান জানালেন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় ফ্লেক্স এর মধ্য দিয়ে আবেদন জানালেন সরকারকে।
কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি যেমন ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদে।রাজ্যব্যাপী লোডিং পয়েন্টগুলো থেকে ওভারলোডিং বন্ধ করতে হবে।কেন্দ্রীয় আইন অনুযায়ী AXle Load (25%) বৃদ্ধি করতে হবে।M,V,I ,Surgent,Police এর কাটমানি নেওয়া বন্ধ করতে হবে। ডাক পার্টি, প্যাড পার্টির ,অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে।
বর্তমানে পরিস্থিতি (করোনা )অন্যান্য রাজ্যের ন্যায় এ রাজ্যে টেক্স, স্টেট পারমিট, ফিটনেস ডিসেম্বর পর্যন্ত ছাড় দিতে হবে।ওভারলোডিং এর ফলে রাজ্য সড়ক জাতীয় সড়ক ব্রিজের ক্ষতি হচ্ছে। তাই ওভারলোডিং বন্ধ করতে হবে।শিল্প শহর হলদিয়ায় বিভিন্ন জায়গায় আটকে পড়েছে বহু ট্রাক লোডিং আনলোডিং নিয়েই আজ থেকে শুরু হল তিন দিনের ট্রাক ধর্মঘট উপরোক্ত দাবি-দাওয়া না মেনে নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন জানিয়ে দিলেন ইউনিয়নের নেতৃত্বরগন পশুপতি সাহু ও বিভাষ ভৌমিক । হলদিয়ায় বন্দর থাকায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বহু ট্রাক। তার ফলে বাড়তে পারে আরও মূল্য বৃদ্ধি, সরকারের হস্তক্ষেপ চেয়ে আন্দোলন নামলেন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.