A man was shot dead in RailwayCity
আরও পড়ুন ঃ-১২ জানুয়ারী ঝাড়গ্রামে আসছেন যোগী আদিত্যনাথ
পত্রিকা প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে শ্যুট আউটের ঘটনায় গোটা খড়্গপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খড়্গপুর টাউন থানা থেকে দুই কিলোমিটারের মধ্যে মালঞ্চ ও মথুতিকাটির মধ্যবর্তী এলাকায় শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অর্জুন সোনাকারের(৩০)। কে বা কারা গুলি করেছে তা এখনো জানতে পারেনি পুলিশ। তবে তদন্তের জন্য দু জনকে পুলিশ আটক করে জেরা করছে। ঘটনাটি নিয়ে জোরালো তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। প্রসঙ্গত দিনকয়েক আগে জেলা পুলিশ মহকুমা পুলিশে ব্যাপক রদবদল করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী শামসুদ্দিন আহমেদ এবং মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল কান্তি দাসকে অন্য জায়গায় বদলি করা হয়েছে । ওই রদবদলের পরেই দুদিন আগে পেট্রল পাম্পে ছিনতাইয়ের ঘটনা ঘটে ।তার পরেই খড়্গপুর শহরে ঘটে গেল শ্যুট আউটের ঘটনা গুলির শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে দেখেন রেল আবাসন সংলগ্ন একটি মাঠের কাছে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।মৃত অর্জুন সোনাকারের বাড়ি খড়্গপুর শহরের নয় নম্বর ওয়ার্ডে । পুলিশ জানিয়েছে খুব কাছ থেকে দুষ্কৃতীরা গুলি করেছে। পুলিশ খাতায় নানা দুষ্কর্মের সঙ্গে নাম জড়িয়েছিল অর্জুনের বছর চারেক আগে বন্ধুকে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছিল অর্জুন… আর দু হাজার একুশের বর্ষবরণের দিনে সেই অর্জুনকে মৃত্যুবরণ করতে হলো।
তার বাবা হেমা সোনা কার জানিয়েছেন, এদিন দুপুরে পুজো দিয়ে বাড়ি ফেরার পর কেউ বা কারা অর্জুনকে ফোন করে ডাকে ।তারপর ই বাড়ি থেকে বেরিয়ে যায় পরে সন্ধ্যাতে জানতে পারি ওই ঘটনা ঘটেছে । যেখানে দেহটি উদ্ধার করা হয়েছে সেই এলাকা বাসব রামবাবুর পেছনে ।পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে। এ দিন ওই দিনের ঘটনায় রাজনীতির রং লেগেছে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, মৃত অর্জুন শাসকদলের সক্রিয় কর্মী ছিলেন তার খুনের পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে ।যদিও বিজেপি র রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় জানিয়েছেন ওই খুনের ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
এদিকে খুনের পিছনে রাজনীতি না মাফিয়া রাজ সক্রিয় তা নিয়ে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন । শনিবার অর্জুনের মৃতদেহ ময়নাতদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় । বিকেল চারটা নাগাদ দেহ নিয়ে যাওয়ার সময় গোলবাজারে দুটি দোকানে ব্যাপক ভাঙচুর করা হয় । তার ফলে সমস্ত দোকানদার দোকান বন্ধ করে দেন। গোল বাজারসহ পার্শ্ববর্তী এলাকা থমথমে পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে এণ রাজেশ এবং কৃষ্ণ সাউ নামে দুজনকে আটক করা হয়েছে। এদিকে কৃষ্ণা সাউ বিজেপি কর্মী হওয়ায় তাকে আটক করার প্রতিবাদে এদিন থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
A man was shot dead in RailwayCity
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore