Central forces
আরও পড়ুন ঃ–ভোট শুরুর পরেই শালবনীতে আক্রান্ত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ
পত্রিকা প্রতিনিধি: প্রথম দফার বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম জেলা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অশান্তিও হয়। শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনী কোনোরকম প্ররোচনা ছাড়াই লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠির আঘাতে অনেকে আহত হন। এরপরই স্থানীয় মানুষ ও তৃণমূল জনপ্রতিনিধিরা পথ অবরোধ করেন। পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা ও কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হন তাঁকে ঘিরে ধরে অভিযোগ জানান তৃণমূল জনপ্রতিনিধিরা তাদের দাবি বিজেপি এলাকা দখল করে ভোট লুট করার চেষ্টা করছে তাদের মদত জোগাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ।প্রার্থী বীরবাহা হাঁসদা জানান পুরাতন ঝাড়গ্রাম এলাকায় কোনো গন্ডগোল হয়নি কেন্দ্রীয় বাহিনী একতরফাভাবে ভোটারদের মারধর করছে। তবে এ বিষয়ে বিজেপি থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে গোপিবল্লভপুর বিধানসভার রগড়া অঞ্চলে তৃণমূলের সভাপতি আক্রান্ত হন। অভিযোগ তার মাথায় আঘাত করা হয় টাঙি, লাঠি ও রড দিয়ে। মাথায় তিনটে স্টিচ পড়েছে।অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে। ওই তৃণমূল নেতাকে প্রথমে ভাঙাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে আঘাতের গভীরতা দেখে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালেই এই তৃণমূল নেতাকে একবার রগড়া এলাকায় মারধর করা হয়েছে বলে অভিযােগ। ঘটনার খবর পেয়েই প্রার্থী ডাঃ খগেন্দ্র নাথ মাহাত হাসপাতালে তাঁকে দেখতে আসেন। হাসপাতালে ভালো করে পরীক্ষা করার পরেই তাঁকে সাথে করে নিয়ে চলে আসেন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। তিনি বলেন বিজেপি বুঝে গেছে তাা পরাজিত হবে। তাই সকাল থেকেই আক্রমণ চালাচ্ছে তৃণমূল নেতৃত্বদের উপর। কমিশনে সমস্ত বিষয় অভিযোগ জানানো হয়েছে। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Central forces
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore