Home » Midnapore Municipality Elections : উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল, দুর্নীতি মুক্ত মেদিনীপুর পৌরসভা গড়তে মনোনয়ন জমা দিল বিরোধীরা

Midnapore Municipality Elections : উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল, দুর্নীতি মুক্ত মেদিনীপুর পৌরসভা গড়তে মনোনয়ন জমা দিল বিরোধীরা

by Biplabi Sabyasachi
0 comments

Wednesday was the last day to submit nominations for the Midnapore Municipality Elections. The nomination process was completed smoothly in West Midnapore district.

ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বুধবার মেদিনীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্বিঘ্নে পশ্চিম মেদিনীপুর জেলাতে সম্পন্ন হল মনোনয়ন প্রক্রিয়া। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, এসইউসিআই, সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও নির্দল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। নানা ক্ষোভ, বিক্ষোভ মিটিয়ে সুষ্ঠু ভাবে মনোনয়ন জমা দিল তৃণমূল। তবে কংগ্রেস সমস্ত আসনে প্রার্থী দিতে পারে নি। ফরওয়ার্ড ব্লক চারটি আসনে প্রার্থী দিয়েছে।

আরও পড়ুন:- পৌরসভা ভোটের আগেই মেদিনীপুর সদরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার

Midnapore Municipality Elections
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- শুভেন্দুর বিরুদ্ধে ত্রিপল চুরির মামলা প্রত্যাহার তৃণমূল নেতার

এসইউসিআই তিনটি আসনে। মেদিনীপুর পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন শাসকদলের প্রার্থীদের। উল্টো দিকে বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতাদের দ্বারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে মেদিনীপুর পৌরসভা। দুর্নীতি মুক্ত পৌরসভা গড়তে তৃণমূলকে হঠানোর ডাক দিয়েছে সমস্ত দল। এদিকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কোথাও কোনো রকমের বিশৃঙ্খলা ঘটেনি। মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল, খড়ার, ক্ষীরপাই, রামজীবনপুর, চন্দ্রকোনা পৌরসভা এলাকাতেও মনোনয়ন হয়েছে বুধবার বিকাল পর্যন্ত।

Midnapore Municipality Elections

আরও পড়ুন:- সম্প্রীতির চিত্র মেদিনীপুর সদর ব্লকে, সরস্বতী পুজো ও পঞ্চমী মেলার আয়োজনে হিন্দু-মুসলিম

Advertisement

আরও পড়ুন:- খড়গপুরে পুরসভা নির্বাচনের টিকিট না পেয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়ি ভাঙচুর

তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা বিভ্রান্তি কেটেছে দলের নেতাদের উদ্যোগে। বিজেপির পক্ষ থেকে চরম অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে খড়্গপুর সহ ঘাটাল মহকুমা জুড়ে। বিজেপির বেশিরভাগ স্থানেই তাদের নেতাদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়েছেন বিজেপিরই বিক্ষুব্ধরা। এবারে সিপিএমের সঙ্গে জোটে নেই কংগ্রেস। জেলা কংগ্রেসের নেতা শম্ভু চ্যাটার্জী বলেন, আমরা শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম যোগ্য প্রার্থীর জন্য।

আরও পড়ুন:- খড়্গপুরে বিজেপি নেত্রী হয়ে বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান

Advertisement

আরও পড়ুন:- নিষিদ্ধপল্লির যুবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহিষাদলের ছোট্টু, তারিফ সকলেরই

অনেক স্থানেই আমাদের দলের তুলনায় বিভিন্ন দল থেকে আসা স্থানীয় সক্রিয় কর্মী পেয়েছি। তাই তাদেরও প্রার্থী করা হয়েছে। এবারে জোটের কোনো বিষয় নেই। যার যেখানে ক্ষমতা ছিল প্রার্থী দিয়েছি। অনেক স্থানে নির্দল প্রার্থীকেও সমর্থন দিয়েছি আমরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, বাম ও কংগ্রেস নিশ্চিহ্ন হয়েছে গিয়েছে। আমরা তাদের তালিকাতেই রাখছি না। আমাদের প্রার্থীরা সারা বছর পড়াশোনা করে আসা মেধাবী ছাত্রছাত্রীর মতো। ফলে পাশ করতে চিন্তা আমরা করছি না।

আরও পড়ুন:- কাঁথি পুরসভার বিজেপি প্রার্থী তালিকা, ৩২ বছর পর এই প্রথম অধিকারী পরিবারের কেউ প্রার্থী হলেন না

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Midnapore Municipality Elections

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.