0
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলার নামে অশ্লীল ছবি তৈরি করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । মেদিনীপুরের পাটনা বাজারে পুলিশ মহিলা সেলে বুধবার অভিযোগ দায়ের করলেন ওই মহিলা । অভিযুক্ত তৃণমূল কর্মী আকিব শেখ মেদিনীপুরের সিপাই বাজারের বড় আস্তানায় থাকে । প্রেমের প্রস্তাবে রাজি হতে হবে ,এর জন্য প্রতিনিয়ত জোরাজুরি তো ছিলই ,এমনকি কলেজে যাবার পথে হাত ধরে টানাটানি করতেও পিছপা হতোনা ওই যুবক। এমনকি বন্দুক দেখিয়ে মহিলার বাড়ির সকলকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে । তাই বাধ্য হয়েই এমএসসি তে ভর্তি হয়েও কলেজে পড়া ছাড়তে বাধ্য হন ওই ছাত্রী । সদ্য মহিলার বিয়ে ঠিক হয়েছে । যেই পত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই পাত্রের কাছেও ওই অশ্লীল ছবি পাঠানো হয়েছে এবং ফোনে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে আকিবের বিরুদ্ধে । মহিলার অভিযোগ অভিযুক্ত ছেলেটি প্রতিনিয়তই মেসেজ করে হুমকি দিত । আকিব একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে ওই মহিলার আত্মীয়-স্বজনকে গ্রুপে যুক্ত করে সেই গ্রুপে মহিলার ছবি দিয়ে অশ্লীল ছবি তৈরি করে পাঠানো হতো বলে অভিযোগ । আকিব শেক তৃনমুল কংগ্রেসের কর্মী । মেদিনীপুরে তৃণমূলের যেকোনো কর্মসূচিতে তার উপস্থিতি লক্ষ্য করা যায় । পার্টির নাম করে একাধিকবার হুমকি দিয়েছে বলে মহিলাটি জানিয়েছেন । বুধবার থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে আসার সময় কাঁদতে কাঁদতে মেয়েটি বলেন কলেজে যাবার সময় বিরক্ত করতো বলে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছি ,এখন আবার আমার ছবি দিয়ে অশ্লীল ছবি তৈরি করে ভাইরাল করছে এবং আজে বাজে কমেন্ট করছে ,এর একটা বিহিত হওয়া দরকার । মহিলাটির বাবা অভিযোগ করছেন থানায় অভিযোগ নিতেই চাইছিলো না ,পরে অবশ্য অভিযোগ নিয়েছে । অভিযুক্ত তৃণমূল কর্মী আকিব শেখ এর কঠোরতম শাস্তি চাইছেন মহিলার পরিবারের সকলে । পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ,দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে ।
পত্রিকা প্রতিনিধি :