ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হনুমানের আতঙ্কে আতঙ্কিত একাধিক গ্রামের মানুষ। ঘায়েল একাধিক গবাদিপশু। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। বনদফতরের হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর। গ্রামের মানুষরা বলছেন আশ্চর্য বিষয়! হনুমানের কামড় কখনও শুনিনি, কয়েক দিনেই হনুমানের কামড়ে ঘায়েল শতাধিক গবাদি পশু,ইতিমধ্য মৃত্যু হয়েছে ১ টি গবাদিপশুর দাবি গ্রামবাসীদের।
এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের খামারবেড়িয়া, হীরধরপুর,নির্ভয়পুর সহ একাধিক গ্রামের।গ্রামবাসীদের দাবি পাঁচটি হনুমানের একটি দল বেশ কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে এইসব গ্রামে। ইতিমধ্যে হিংস্র হনুমানের কামড়ে ঘায়েল হয়েছে গ্রামের প্রায় একাধিক গরু।
হনুমানের দলটি এক গ্রাম থেকে আর এক গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে যখনতখন।এর জেরে ভয়ে সিঁটিয়ে রয়েছে গ্রামের মহিলা পুরুষ সহ শিশুরাও।কার্যত বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে বাসিন্দারা।তবে গ্রামের গোবাদি পশুদের উপর এভাবে হিংস্র রুপ ধারন করে হনুমানের আক্রমন আগে কখনও শোনেনি বলে জানান গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার বনদপ্তরে ও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কেউ গ্রামে এসে ব্যবস্থা গ্রহণ করেননি।তারা চাইছেন দ্রুত প্রশাসন তৎপর হোক।এ বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই বলেন,হনুমানের কামড়ে গ্রামে একাধিক গরু জখম হয়েছে।আমরা বনদফতরে বিষটি জানিয়েছি দ্রুত ব্যাবস্থা নেওয়ার জন্য।