coronavirus, health, covid-19
পত্রিকা প্রতিনিধি: পড়ে রয়েছে পিপই কিট (পারসোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট)।খড়গপুর শহরের মহকুমা হাসপাতালে গেটের প্রবেশের মুখেই ব্যবহৃত পিপিই কিট ফেলা হয়েছে, আর তাকে কেন্দ্র করেই আতঙ্ক ছড়ালো হাসপাতাল জুড়ে । জানা যায়, গত শনিবার রাত থেকেই পড়ে রয়েছে কিটটি। স্থানীয়দের অভিযোগ হাসপাতালে প্রবেশের মুখে যেখানে পিপিই কিট ফেলা হয়েছে সেখানেই রেলশহর-খড়গপুর পুরসভার বিভিন্ন জলের ট্যাংকি রয়েছে এবং সেখান থেকেই খড়গপুর শহরের বিভিন্ন প্রান্তে জল সাপ্লাই করা হয় ।এছাড়াও এলাকাবাসীরা জানান, “সেই জায়গায় স্থানীয় ছোট ছোট শিশুরা খেলা করে, সেখান থেকে সহজেই করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই দেখে পাশ থেকে চলে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি” ।পরে এক সাংবাদিকদের তৎপরতায় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তা যথাযথ স্থানে ফেলা হয়। coronavirus
আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহত ২০ জন
উল্লেখ্য, বর্তমান হাসপাতাল ও নার্সিংহোম গুলিতে পিপইকিট ব্যবহার করা হচ্ছে। ফলে বায়োমেডিকেল বর্জ্য হিসেবে ওই সব সামগ্রী বিশেষ পদ্ধতিতে সংগ্রহ তা নষ্ট করার নিয়ম । তবুও পুরসভার চোখের নাগালের বাইরে গিয়েও কিভাবে ব্যবহৃত কিট খোদ খড়গপুর মহকুমা হাসপাতালের প্রধান প্রবেশের মুখেই পড়ে থাকল, তা নিয়ে বাসিন্দারা ক্ষুব্দ।
তাঁদের দাবি এটা যারা করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার।হাসপাতাল কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, ‘ হাসপাতালে প্রবেশর মুখেই ব্যবহৃত পিপইকিট পড়ে থাকার বিষয়ে বাসিন্দারা আমাকে ছবি সহ আমাকে অভিযোগ জানিয়েছেন । এটি সত্যি খুব উদ্বেগের । পুরসভার সাফাই কর্মীরা তো এসব সংগ্রহ করেন না। রাতের অন্ধকারে কেউ হয়তো এসব ফেলে গিয়েছেন । এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।’তাহলে পিপই কিট এলো কোথা থেকে?সে উত্তর অবশ্য জানা যায় নি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
2 comments
[…] আরও পড়ুন- খড়গপুর মহকুমা হাসপাতালের প্রবেশদ্ব… […]
[…] আরও পড়ুন- খড়গপুর মহকুমা হাসপাতালের প্রবেশদ্ব… […]
Comments are closed.