পত্রিকা প্রতিনিধি: স্কুল ছুটি।তবু স্কুলের ইউনিফর্ম পরেই বিদ্যালয়ে হাজির পড়ুয়ারা।প্রিয় শিক্ষকের মৃত্যুতে এবার পথে নামল স্কুলেরই পড়ুয়ারা।স্কুলের শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ।কালো ব্যাজ পরে,গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বেশ কয়েক মাইল পথে হাঁটে ছাত্ররা।জেনকাপুর হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষকের মৃত্যুতে ক্রমশ জট দানা বাঁধছে। Dantan, Dantan, Dantan, jenkapur high schhoo bengali teacher suicide, medinipur bwngali news, biplabi sabyasachi news
বিজয়া সম্মিলনীতে শুভেন্দুর নাম না করে খোঁচা মানসের, মানসকে বেইমান বলে সম্বোধন অমূল্যর
প্রসঙ্গত সোমবার ভোর রাতে নিজের বাড়িতে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় জেনকাপুর হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ।পরে শিক্ষকের স্ত্রীর সাথে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহে দুজনকে পুলিশের হাতে তুলে দেয়।ওই শিক্ষককে খুন করারও অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা।এই অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ করে দোষীদের গ্রেপ্তারীর দাবি তুলে জেনকাপুর বাজারে পথে হাঁটে বিদ্যালয়ের বেশ কয়েকশ পড়ুয়া।বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্র অনঙ্গ নায়েক বলেন-“বিদ্যালয়ের প্রানোজ্জ্বল শিক্ষক ছিলেন।স্যারের মৃত্যুতে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করি।যাতে সঠিক তদন্ত হয় গোটা ঘটনার।আমরা মনে করি স্যার আত্মহত্যা করতে পারেন না,তাকে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মেরে ফেলা হয়েছে।স্যারের মৃত্যুতে দ্রুত সঠিক তদন্ত হোক।”
সোনার দোকানে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার পুলিশের
তবে ছাত্রছাত্রীদের এই শোকমিছিল এক অন্য মোড় নিতে পারে শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুতে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা।প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে সকল ছাত্রছাত্রীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi