0
পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর শহর লাগোয়া ডাকবাংলো রোডে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন দুপুরে স্থানীয় মানুষেরা রাস্তার পাশে প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কোতওয়ালী থানার পুলিশ গিয়ে ঐ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, ঐ বৃদ্ধা গত কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করছিল। অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে ঐ বৃদ্ধার বলে প্রাথমিক অনুমান স্থানীয় মানুষদের।