বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিবাহ অনুষ্ঠানে সামাজিক বার্তা দিয়ে মিলন দুটি হৃদয়ের। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা দুর্গাপদ মাইতির পুত্র সৌরভ মাইতি ও সবং খরপরা গ্রামের প্রদীপ কুমার মল্লিকের একমাত্র কন্যা পায়েলের শুভ বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র প্রেমের মিলন নয়, বরং সামাজিক দায়িত্ব ও মানবতার বার্তা পাঠানো হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/5. এই অনুষ্ঠানটি সকাল ১০টায় একটি বিশেষ সামাজিক কর্মসূচীর মাধ্যমে সূচিত হয়, যেখানে বর ও কন্যার মিলনের সাথে সাথে বিভিন্ন সমাজের মানুষ একত্রিত হন। অনুষ্ঠানের এক বিশেষ আয়োজন হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়, যাতে অতিথি ও উপস্থিতরা মানবতার সেবা করতে পারেন।
3/5. পাশাপাশি, অতিথিদের চারাগাছ প্রদান করা হয়, যা পৃথিবীকে চির সবুজের বার্তা পৌঁছে দেয়। এছাড়াও এদিন আবাসিক মায়েদের বস্ত্র বিতরণ, ও আবাসিক ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান, ও নব দম্পতির বাড়ির সম্মুখে ফুলের চারা লাগিয়ে গৃহ প্রবেশ। যাহাতেই তাদের এই দাম্পত্য জীবন ফুলের মত সুন্দর হয়ে ওঠে এবং সামাজিক সেবার মহিমা উদযাপন করে।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২


4/5. বর কর্তার পিতা দুর্গাপদ মাইতি জানান, “এই বিবাহ অনুষ্ঠানে প্রতিটি কর্মসূচি শুধু ব্যক্তিগত আনন্দের উদযাপন নয়, বরং সমাজের দুর্বল ও অনাথদের পাশে দাঁড়ানোর এক মানবিক প্রতিজ্ঞা।” একজন প্রবীণ অভিভাবক বললেন, “প্রেম ব্যক্তিগত অনুভূতি নয়, সামাজিক দায়িত্বেরও অংশ। আমাদের এই মিলনের মাধ্যমে সমাজের সেই দুর্বল মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।”
5/5. এই বিশেষ বিবাহ অনুষ্ঠান এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে, যেখানে প্রেম ও সামাজিক বার্তাই সমগ্র সমাজকে একত্রিত করে এক নতুন অধ্যায়ের সূচনা করছে, তারই বার্তা দিয়ে গেলেন এই নব দম্পতি।
আরও পড়ুন : এগরায় জঙ্গি সন্দেহে আটক ২ বাংলাদেশি
আরও পড়ুন : পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Unique wedding
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper