Midnapore Correctional Home : ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের উল্লেখযোগ্য স্থানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন দেশের মন্ত্রীরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের উল্লেখযোগ্য স্থানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন দেশের মন্ত্রীরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
আরও পড়ুন : উত্তরপ্রদেশ থেকে ময়ূর মেরে পালক বিক্রি করতে এসে মেদিনীপুরে গ্রেফতার দুই
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি, লুট গয়না-টাকা
কিন্তু পতাকা উত্তোলন করতে দিলেন না জেল কর্তৃপক্ষ। দেশের ৭৫তম বর্ষ স্বাধীনতা উপলক্ষে দেশজুড়ে ৭৫টি সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন সহ বেশ কিছু কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে অভ্যর্থনা জানিয়ে ‘গার্ড অফ অনার’ দেওয়া হলেও পতাকা উত্তোলন করতে দিলেন না জেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ঘাটালে ঝুমি নদীর জল বেড়ে ভাঙল ৭ টি বাঁশের সাঁকো, সমস্যায় এলাকাবাসী
কর্তৃপক্ষের দাবি, “অনুমতি নেই”।পতাকা উত্তোলন করতে না পেরে ক্ষোভ উগরে বেরিয়ে গেলেন প্রতিমন্ত্রী। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আগে থেকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার উপস্থিতির কথা জানানো হয়েছিল। বিজেপি নেতাদের দাবি, “স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজড়িত মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে প্রতিমন্ত্রীর আসার বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল জেল কর্তৃপক্ষকে।
Midnapore Correctional Home
আরও পড়ুন : Vidyasagar University-র নব কলেবরের বিবেকানন্দ সভাগৃহ উদ্বোধন করলেন উপাচার্য
কিন্তু ‘গার্ড অফ অনার’ দিয়ে সম্মান জানিয়ে জেল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দেয়, এখানে পতাকা উত্তোলন করতে দেওয়ার কোনো অনুমতি নেই।” প্রায় পাঁচ মিনিট ধরে জেল সুপার সুদীপ বসুর সঙ্গে কথা বলেও পতাকা উত্তোলন করতে না পেরে ক্ষোভ উগরে দিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
আরও পড়ুন : ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শহিদ ক্ষুদিরাম বসুর আত্মীয়
তিনি বলেন, “দেশজুড়ে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের আধিকারিকদের জানানো হয়েছে। যার প্রতিলিপি আমার কাছে রয়েছে। তা সত্ত্বেও নিছক রাজনৈতিক উদ্দেশ্যে এই পতাকা উত্তোলন করতে দেওয়া হলো না। বিষয়টি জানানো হবে।” তবে জেল কর্তৃপক্ষ এ বিষয়ে অবশ্য সংবাদমাধ্যমের সামনে কোন মন্তব্য করতে চায়নি।
আরও পড়ুন : স্নাতক শিক্ষক-শিক্ষিকাদের আপার প্রাইমারি স্তরে অবনমনের প্রতিবাদ, ডি আই কে ডেপুটেশন
আরও পড়ুন : “সিবিআই-ইডি চাকরি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো,” মেদিনীপুর শহরে বিক্ষোভ তৃণমূলের ছাত্র-যুবদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Correctional Home
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper