Home » Paschim Medinipur Zilla Parishad : এক বছর পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও কৃষি দফতরে নিয়োগ দুই স্থায়ী কর্মাধ্যক্ষ

Paschim Medinipur Zilla Parishad : এক বছর পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও কৃষি দফতরে নিয়োগ দুই স্থায়ী কর্মাধ্যক্ষ

by Biplabi Sabyasachi
0 comments

Paschim Medinipur Zilla Parishad : পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দুটি দফতরে স্থায়ীভাবে কর্মাধ্যক্ষের দায়িত্ব পেলেন গোয়ালতোড়ের চন্দন সাহা ও ডেবরার কণিকা মান্ডি। দীর্ঘদিন এই দুটি দফতর ফাঁকা থাকায় স্থায়ী সমিতির বৈঠকও হয়নি। তবে তাতে যে কোন কাজ আটকে ছিল তা মানতে চাননি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীর্ঘ এক বছর পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দুটি দফতরে স্থায়ীভাবে কর্মাধ্যক্ষের দায়িত্ব পেলেন গোয়ালতোড়ের চন্দন সাহা ও ডেবরার কণিকা মান্ডি। দীর্ঘদিন এই দুটি দফতর ফাঁকা থাকায় স্থায়ী সমিতির বৈঠকও হয়নি। তবে তাতে যে কোন কাজ আটকে ছিল তা মানতে চাননি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা।

আরও পড়ুন : জন্ম-মৃত্যুর শংসাপত্র পেতে হয়রানির নালিশ, কাঠগড়ায় ঘাটাল মহকুমা হাসপাতাল

Paschim Medinipur Zilla Parishad
কৃষি কর্মাধ্যক্ষের দায়িত্বে চন্দন সাহা

জেলা পরিষদের এই দুটি দফতরের দুই কর্মাধ্যক্ষ বিজেপিতে যোগ দেওয়ায় ফাঁকা পড়েছিল। জেলা প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত কর্মাধ্যক্ষ পদে নিয়োগের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী উত্তরা সিংহ হাজরাকে বলেছিলেন, এতদিন হলেও কেন কর্মাধ্যক্ষ নিয়োগ না করে নিজে দুটি দপ্তর সামলাচ্ছে? তারপরই শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের দুটি দফতরে দুই কর্মাধ্যক্ষকে তাদের দায়িত্বভার বুঝিয়ে দিলেন।

আরও পড়ুন : স্বাক্ষর ও সিল জাল করে তিন আদিবাসী মহিলার ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ জঙ্গমহলে

Paschim Medinipur Zilla Parishad
খাদ্য কর্মাধ্যক্ষের দায়িত্বে কনিকা মান্ডী

দায়িত্ব পেয়ে কৃষি কর্মাধ্যক্ষ চন্দন সাহা বলেন, বড় দায়িত্ব পেয়ে ভালো লাগছে। সমস্ত কাজ বুঝতে বাকি আছে। আধিকারিক সহ অন্যান্য কর্মাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে যে কাজটা মানুষের উপকারে লাগবে তাকেই গুরুত্ব দেওয়া হবে। খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি বলেন, অনেকটাই চাপের কাজ। তবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুয়ারে রেশন প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন : তমলুকে লটারিতে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যক্তি! পরের দিনই লটারিতে কোটিপতি প্রতিবেশী মৎস্যজীবি

Advertisement

এছাড়াও যাদের রেশন কার্ড বা বিভিন্ন ক্ষেত্রে খাদ্য সামগ্রী পেতে সমস্যা রয়েছে সেই গুলো দ্রুত সমাধান করা হবে। যাতে কারও খাদ্যসামগ্রী পেতে সমস্যা না হয় এবং অভিযোগ না ওঠে। জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি জানিয়েছেন, স্থায়ী সমিতির বৈঠক না হলেও কোনো কাজ আটকে থাকেনি। জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিকের মারফত সমস্ত কাজ হয়েছে সারা বছর ধরে।

আরও পড়ুন : ‘ভগবানপুরের নান্টু প্রধান বস্তা বস্তা টাকা তুলে দিত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে’! বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন : গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ধৃত স্বামী

আরও পড়ুন : তমলুকে লটারিতে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যক্তি! পরের দিনই লটারিতে কোটিপতি প্রতিবেশী মৎস্যজীবি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur Zilla Parishad

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.