Home » West Bengal Corruption : অজিত মাইতি “রেজিষ্টার্ড ডাকাত” মন্তব্য ঘাটালের বিজেপি বিধায়কের, পাল্টা অজিত

West Bengal Corruption : অজিত মাইতি “রেজিষ্টার্ড ডাকাত” মন্তব্য ঘাটালের বিজেপি বিধায়কের, পাল্টা অজিত

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পারদ ততই চড়ছে। টক্কর পাল্টা টক্করে সরগরম জেলার রাজনীতি। ভোটকে সামনে রেখে একে অপরকে পাঙ্গা দিতে একদিকে যেমন রাজনৈতিক দলগুলি নানান কর্মসূচি নিয়েছে ,তেমনই মন্তব্য পাল্টা মন্তব্যে ধার সানিয়েছে লাল-সবুজ-গেরুয়া নেতৃত্ব। সম্প্রতি তৃণমূল-বিজেপির একে অপরকে টক্করের শুরুটা হয়েছিল চন্দ্রকোনার ঝাঁকরা স্কুল মাঠে বিজেপির শুভেন্দু অধিকারীর সভা করা নিয়ে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

ওই মাঠে সভা করার প্রাথমিক অনুমতি পাওয়ার পরেও স্কুল ম্যানেজিং কমিটির আপত্তিতে সেই অনুমতি বাতিল করে দেয় পুলিশ। পরে হাইকোর্টের রায় নিয়ে সেই সভা করে বিজেপি। তার কয়েকদিনের মাথায় ওই একই মাঠে সভা করে তৃণমূল। সেই সভায় হাজির ছিলেন জেলা তৃণমূল নেতা অজিত মাইতি। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত বাবু বলেন “ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কোনোক্রমে এক হাজার ভোটে জিতে গেছেন, আর বিরোধী দলনেতা ওকে যে যা নয় সেটা দেখানোর চেষ্টা করছে”।

অজিতবাবু আরও বলেন “হীরন এবং শীতল কপাটকে এখন তৃণমূলে নেওয়া হবে না। কারন দলে এখন অনেক বিধায়ক রয়েছে, যখন প্রয়োজন হবে নেওয়া হবে।” সেই মন্তব্যের পাল্টা মন্তব্য করতে গিয়ে গতকাল সোমবার শীতল কপাট বলেন “তৃণমূলের অজিত মাইতি একজন রেজিষ্টার্ড ডাকাত, তিনি কয়লা ,বালি ও পাথর খাদানের সাথে যুক্ত।তিনি বার বার শুভেন্দু অধিকারির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন।কারণ ,তিনি জানেন যেকোনও মুহূর্তে ওনাকে জেলখানায় যেতে হতে পারে।

কিন্তু যোগাযোগের রাস্তা পাচ্ছেন না বলে এমন মন্তব্য করছেন।”শীতলবাবু আরও বলেন ,তৃণমূল কোনও দল নয়, ওটা একটা চোরডাকাতদের কোম্পানি, তাই সেখানে যাওয়ার কোনও প্রশ্নই নেই।শীতলবাবুর এই মন্তব্যের প্রত্যুত্তরে অজিতবাবু বলেন “সেদিন ঝাঁকরায় প্রচুর লোক হয়েছিল, তাই শীতল বাবুর গোঁসা হয়েছে। আর এসব বলছেন। ডাকাতদের রেজিস্ট্রেশনের বিষয়টা বিজেপি ভালো করে জানে।“

আরও পড়ুন : শিশুকে মৃত বলে শংসাপত্র, সমাধি দিতে গিয়ে বেঁচে উঠলো শিশু! চরম গাফিলতি সরকারী হাসপাতালে

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মৃত ব্যক্তির সাফল্য কামনায় প্রধানের শংসাপত্র! ভাইরাল সোশ্যাল মাধ্যমে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

West Bengal Corruption

– Biplabi Sabyasachi Largest

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.