Shuvendu Adhikari
আরও পড়ুন ঃ-নারদ কান্ডে তৃণমূল নেতা- মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে মেদিনীপুর সদরের এলাহিগঞ্জে বিক্ষোভ
পত্রিকা প্রতিনিধিঃ এরাজ্যের চার তৃণমূল বিধায়কের গ্রেফতারের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁকেও গ্রেফতার করতে হবে। রাজ্যপাল ও বিজেপির ‘ষড়যন্ত্রে’ এই গ্রেফতারি। তাই মানুষ যেন ‘চক্রান্তে’ পা না দেন। তবে এই ঘটনা ঘিরে ইতিমধ্যে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কর্মীরা। আর এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কে গ্রেফতার করতে হবে। নইলে বিধানসভার বিরোধী দলনেতার বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল তৃণমূল ।
এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে হুঁশিয়ারি, অবিলম্বে গ্রেফতার করতে হবে নারদ ও সারদা মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’কে। এবিষয়ে কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বলেন, “শুভেন্দু অধিকারীকে গ্রেফতার এবং গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের ছাড়া না হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে শান্তিকুঞ্জ ঘেরা করা হবে।”
উল্লেখ্য, নারদ মামলায় পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় , তৃণমূল বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই-র হাতে গ্রেফতারের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকেও গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল। এ নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর। আর এই জেলার বিভিন্ন জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল। তবে পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Shuvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore