Home » তৃণমূলের দখলে আসতে চলেছে চাঁদড়া গ্রাম পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থার প্রস্তাব

তৃণমূলের দখলে আসতে চলেছে চাঁদড়া গ্রাম পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থার প্রস্তাব

by Biplabi Sabyasachi
0 comments

Possession Gram Panchayat

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চাঁদড়া (Chandra) গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে এবার অনাস্থা (Distrust) প্রস্তাব জমা পড়ল বিডিও (BDO) অফিসে। বিধানসভা ভোটে জেতার পরই চাঁদড়া (Chandra) গ্রাম পঞ্চায়েত দখলের লক্ষ্যে এগোতে থাকে। গত বুধবার বিজেপির (BJP) তিনজন পঞ্চায়েত সদস্য দল ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেন। এতে সংখ্যাগরিষ্ঠ হয় তৃণমূল (TMC)। অনাস্থা প্রস্তাব আনার কথাও জানিয়েছিল শাসক দলের নেতৃত্ব।

আরও পড়ুন ঃঘাটালে পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু , চাঞ্চল্য এলাকায়

নিজস্ব চিত্র

গত পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) ১৪ টি আসনের মধ্যে ৮ আসনে বিজেপি (BJP) ও ৬ টিতে তৃণমূল (TMC) জয়ী হয়। পঞ্চায়েতে (Panchayat) বোর্ড গঠন করে বিজেপি (BJP)। এবারে তিনজন যোগ দেওয়ায় পঞ্চায়েতে বোর্ড গঠনের লক্ষ্যে অনাস্থা প্রস্তাব জমা দিল শাসক দলের পঞ্চায়েত সদস্যরা। মেদিনীপুর সদর ব্লক (Midnapore Sadar Block) বিডিও (BDO) অফিসে প্রধান ও উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছেন সদর ব্লকের তৃণমূল নেতা বিশ্বজিৎ কর্মকার (Biswajit Karmakar)। তিনি বলেন, অনাস্থা প্রস্তাব আনা হয়েছে প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। আগামী দিনে চাঁদড়া (chandra) গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বোর্ড গঠন করবে। অনাস্থা প্রস্তাবে ৯ জন পঞ্চায়েত সদস্য স্বাক্ষর করেছেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Gram Panchayat

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.