Baghasty Gram Panchayat : ফের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাঘাস্তি পঞ্চায়েত প্রধান রুমি বেরা গিরির বিরুদ্ধে ফের অনাস্থা ও তলবি সভা ছিল। এই নিয়ে দুবার অনাস্থা পাস হল। এদিন আটজন পঞ্চায়েত সদস্য উপস্থিত থেকে প্রধানের বিরুদ্ধে এদিন মত প্রদান করেছেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাঘাস্তি পঞ্চায়েত প্রধান রুমি বেরা গিরির বিরুদ্ধে ফের অনাস্থা ও তলবি সভা ছিল। এই নিয়ে দুবার অনাস্থা পাস হল। এদিন আটজন পঞ্চায়েত সদস্য উপস্থিত থেকে প্রধানের বিরুদ্ধে এদিন মত প্রদান করেছেন। প্রথমবার গত ১২ এপ্রিল আদালতে নির্দেশে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন পঞ্চায়েতের আটজন পঞ্চায়েত সদস্য।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মাছ ধরার জালে উঠল ৩০ কেজি ওজনের পাইথন
তলবি সভায় মতদানের মধ্য দিয়ে সরতে হয়েছিল প্রধানকে। পরে ২২ এপ্রিল উপ প্রধানকে প্রশাসন ‘চার্জ’ হস্তান্তর করে। তবে অনাস্থায় কিছু ‘ত্রুটি’ নিয়ে প্রধান আদালতের ডিভিশন বেঞ্চে আবেদন করলে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ হয়। প্রধান রুমি বেরা গিরি ফের গত ৩০মে প্রধানের চেয়ারে বসেন। রুমি কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মুর হাত ধরে গত বিধানসভা নির্বাচনের পর দল বদল করেছিলেন।
আরও পড়ুন : মেদিনীপুর শহর সংলগ্ন এলাহিগঞ্জে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশু সহ এক মহিলা
গত পঞ্চায়েত নির্বাচনে তেরো আসন বিশিষ্ট বাঘাস্তি পঞ্চায়েত বিজেপি দখলে নেয়। নটি বিজেপি পেয়েছিল, তৃণমূল পায় চারটি। পরে সংখ্যা বদলায়। কয়েকজন ব্লক সভাপতি অশোক রাউতের হাত ধরে তৃণমূলে আসেন। কয়েকজন বিধায়ক পরেশ মুর্মু ও তৃণমূল নেতা ফটিকরঞ্জন পাহাড়ির হাত ধরে তৃণমূলের পতাকা নেন। ব্লক তৃণমূল প্রধান রুমির দলের রঙ বদল মানতে চায়নি। তখন থেকেই শুরু হয়েছিল জটিলতা। তা আদালত পর্যন্ত গড়ায়।
Baghasty Gram Panchayat
তৃণমূলের অভ্যন্তরে বাঘাস্তি পঞ্চায়েত নিয়ে দ্বন্দ্ব প্রকট হয়। তৃণমূলের এক পক্ষের বক্তব্য, ফের আদালতের নির্দেশ মেনে অনাস্থা আনা হয়েছে। প্রধান দুর্নীতিগ্রস্ত। অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা না করে একক সিদ্ধান্তে কাজ করতেন। সর্বোপরি তিনি নাকি বিজেপি। তাই তার বিরুদ্ধে অনাস্থা এনেছেন। এই নিয়ে দুবার অনাস্থায় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সরতে হল তাকে। তবে প্রধানের পক্ষের তৃণমূলের বক্তব্য, বিষয়টি দল মিটিয়ে নিতে পারত। তা করেনি। ফলে এর বিরুদ্ধে তারা ফের ডিভিশন বেঞ্চে গিয়েছেন।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে পুকুর খননে উদ্ধার শতাধিক কার্তুজ
ব্লক তৃণমূল সভাপতি অশোক রাউত বলেন,” কে কোথায় গেছেন জানি না। আদালতের নির্দেশ মতোই অনাস্থা আনা হয়েছে। ডিভিশন বেঞ্চ তো এই নির্দেশ দিয়েছিল।” পঞ্চায়েত সদস্য পাখি রাউত বলেন,” আমরা আটজন প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছি। প্রধান দুর্নীতিগ্রস্ত, আমাদের সঙ্গে কোনও আলোচনা না করেই কাজ করতেন।” যদিও প্রধান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রথম থেকেই মানেনি। তৃণমূলের একপক্ষের দ্বন্দ্বকেই দায়ী করেছেন। এদিন যুগ্ম বিডিও প্রবীরকুমার দত্ত বলেন,” তলবি সভা হয়েছে। অনাস্থা পাস হয়েছে। আটজন উপস্থিত ছিলেন।”
ব্লক প্রশাসন জানাচ্ছে, উপস্থিত আটজন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে মত দিয়েছেন। নিয়ম মেনেই হয়েছে। গত ৩০মে ফের প্রধানের চেয়ারে রুমির বসার পর তৃণমূলের অপরপক্ষের বক্তব্য ছিল, ফের প্রধানের সরে যাওয়া সময়ের অপেক্ষা। তবে অনেকের বক্তব্য, আবারও আদালতে গেছে এক পক্ষ। আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এমনটাই হয়ত চলতে থাকবে। এর জেরে পঞ্চায়েতে উন্নয়নের কাজে বাধা পড়ছে নাতো !
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Baghasty Gram Panchayat
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore