বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সাত সকালে বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই মালগাড়ি। রবিবার সকাল ৭ টা নাগাদ একটি কয়লা বোঝায় মালগাড়ি চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। চন্দ্রকোনা রোড স্টেশন পেরোনোর পরেই মালগাড়িটির প্রায় ২২ টি কামরা বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/3. ৫ টি বগি নিয়ে ইঞ্জিনটি অনেক দূর চলে যাওয়ার পর চালক জানতে পারেন প্রায় অনেকগুলি কামরা পেছনেরয়ে গিয়েছে। তড়িঘড়ি রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, এবং বগি গুলোকে ইঞ্জিনের সঙ্গে যোগ করে ৪০-৪৫ মিনিটের চেষ্টায় বগিগুলিকে মূল ইঞ্জিনের সাথে জুড়ে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। ইতিমধ্যেই দূরপাল্লার এবং লোকাল বহু ট্রেন আটকে পড়ে।


3/3. স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ২২টি বগি পিছনে ফেলে পাঁচটি বগি নিয়ে ইঞ্জিন আগের দিকে চলে যায় এই কারণে দীর্ঘক্ষন যাত্রীবাহী ট্রেনগুলি দেরিতে চলছে। দাঁড়িয়ে থাকে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে। তবে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন এটা বলাই বাহুল্য। রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলো এখনো পর্যন্ত তারা কোনরকম উত্তর দিতে সম্মত হয়নি
আরও পড়ুন : এগরায় জঙ্গি সন্দেহে আটক ২ বাংলাদেশি
আরও পড়ুন : পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Train accident in West Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper