Sand ap sant booking
আরও পড়ুন ঃ–ভর্তি ফি কমানোর দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়
পত্রিকা প্রতিনিধি: অবৈধ বালি খাদানে হানা দিতে গিয়ে বৈধ খাদানেও পুলিশি জুলুমের অভিযোগ ব্যবসায়ীদের। বুধবার মেদিনীপুর (Paschim Medinipur Sadar Block)সদর ব্লকের বালি ব্যবসায়ীরা সমবেত হোন জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য। অবৈধ বালি পাচার রুখতে জোরদার অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বালি খাদানে অভিযান চালিয়ে বহু গাড়ি ও মেশিন আটক করার পাশাপাশি গ্রেপ্তারও করে অনেককে। অনেক জায়গায় থাকা স্টক বালিও সিজ করে পুলিশ।
এরপরই সোচ্চার হলো বালি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, সরকারী রাজস্ব দিয়ে নিয়ম মেনে ব্যবসা করছি। অথচ পুলিশ কিছু না জেনে বুঝে সিজ করে গ্রেপ্তার করছে। আমরা সরকারী রাজস্ব দিয়ে ব্যবসা করি চুরি করে নয়। দীপক পাত্র নামে এক ব্যবসায়ী বলেন, পুলিশ বালি খাদানের কাগজ বা জায়গা সম্বন্ধে কিছু জানে না। অথচ ভূমি দফতরকে সঙ্গে না নিয়ে অভিযান করছে। আমাদের বৈধ খাদান ও স্টক বালির উপর আইনি পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, গতবছর সরকারী অনুমতি নিয়ে বালি স্টক করে বিক্রি করি। কিছু বালি এখনও আছে। যে পরিমাণ বালি এখনও আছে তার সিও ভূমি দফতরে জমা দেওয়া আছে। তারপরও কিভাবে পুলিশ সিজ করে? তবে এদিন ব্যবসায়ীরা বলেন, অবৈধ ভাবে যারা বালি ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sand
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore