Home » Midnapore Municipality : মেদিনীপুর পৌরসভার জমি উদ্ধারে ভাঙা হল বাড়ি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বাড়ি মালিকদের

Midnapore Municipality : মেদিনীপুর পৌরসভার জমি উদ্ধারে ভাঙা হল বাড়ি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বাড়ি মালিকদের

by Biplabi Sabyasachi
0 comments

The house was demolished to recover the land of Midnapore Municipality.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পড়ে থাকা জমিতে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নির্মাণ হয়েছে। দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বাড়ি তৈরি করে কাগজপত্র প্রস্তুত করা হয়েছিল। পানীয় জলের প্রকল্পের জন্য জায়গা উদ্ধার শুরু করল মেদিনীপুর পৌরসভা। ঘটনাটি ১৩ নম্বর ওয়ার্ডের নান্নুরচক এলাকার ঘটনা। ওই এলাকায় মেদিনীপুর পৌরসভার একটি জমি রয়েছে। যেখানে পানীয় জলের একটি প্রকল্পও হয়েছে। পড়ে থাকা বাকি জমিতে বেশকিছু নির্মাণ হয়েছে কয়েক দশকে।

আরও পড়ুন :- কালবৈশাখীর দাপট ঘাটাল-দাসপুরে! ভাঙল ঈদের গেট সহ গাছ ও বিদ্যুতের খুঁটি

নিজস্ব চিত্র

ধীরে ধীরে বেশ কিছু কাগজপত্র তৈরি করা হয়ে গিয়েছে সেই জমির উপরে। বর্তমানে পানীয় জল প্রকল্পের বর্ধিতকরণের লক্ষ্যে সেই জমি উদ্ধার শুরু করল মেদিনীপুর পৌরসভা। শনিবার সকাল থেকেই সেই জমির ওপর নির্মাণ ভাঙা শুরু করেছে পৌরসভার কর্মীরা। তাতেই শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। এক বাড়ির মালিক পম্পা জানা বলেন, “আমি এখানে প্রায় ১২ বছর বসবাস করছি। আমার অনেক কাগজপত্র রয়েছে। পৌরসভার দাবি ভিত্তিহীন বলে কোর্টে মামলাও চলছে। কিন্তু আজ হঠাৎ পৌরসভার লোকজন কোনো নোটিশ ছাড়াই বাড়িগুলো ভাঙতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুন :- খড়্গপুরে মোবাইল ছিনতাই কান্ডে অপর অভিযু্ক্তকে গ্রেফতার করল পুলিশ

Midnapore Municipality

Advertisement

আরও পড়ুন :- মেদিনীপুর পৌরসভার জমি উদ্ধারে ভাঙা হল বাড়ি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বাড়ি মালিকদের

এটা অন্যায়।” অপর এক বাসিন্দা নিতাই চন্দ্র দাস বলেন, “পৌরসভার জল প্রকল্পের জায়গাটির কিছুটা অংশ অন্যান্যদের মত আমারও দখলে ছিল। কিন্তু পৌরসভা অনেকের সেই দখল হওয়া জায়গা ফেরত নিচ্ছে না। আমার মত কয়েকজনের নিচ্ছে। যদি জনস্বার্থে পুরসভার জায়গা উদ্ধার হয় তাহলে সকলের কাছ থেকে ফেরানো হোক। দু-একজনের কাছ থেকে টাকার বিনিময়ে জায়গা ছেড়ে দিয়ে কিছু লোকের জায়গা দখল হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে কোর্টে যাব।”

এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় তৃণমূল কাউন্সিলর মোজাম্মেল হোসেন। দায়িত্বে থাকা পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শৈবাল গিরি বলেন, “এটা পৌরসভার জায়গা পৌরসভা উদ্ধার করছে। বেআইনি দখলদারদের নোটিশ করার কোন প্রয়োজন নেই।” পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “পানীয় জলের মাস্টারপ্ল্যানের জন্য পৌরসভার কেনা জমি। আমরা সেই জমিতে যারা ছিলেন তাদের সরে যেতে বলেছি। সকলেই সরে গিয়েছে। কারো বাড়ি ভাঙা হচ্ছে না। দু-একজনের জন্য বৃহত্তর স্বার্থে কাজ আটকে রাখা যায় না।”

আরও পড়ুন :- মেদিনীপুর পৌরসভার জমি উদ্ধারে ভাঙা হল বাড়ি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বাড়ি মালিকদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Midnapore Municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.