Home » বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ত‍ৈরী হল মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স ও ক্রিকেট পিচ, উদ্বোধন করলেন উপাচার্য

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ত‍ৈরী হল মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স ও ক্রিকেট পিচ, উদ্বোধন করলেন উপাচার্য

by Biplabi Sabyasachi
0 comments

আরও পড়ুন ঃ-কাঁথিতে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানোর ঘটনায় চাঞ্চল্য


পত্রিকা প্রতিনিধি: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মিনি ইনডোর গেম কমপ্লেক্স এবং কংক্রিট ক্রিকেট পিচ বুধবার উদ্বোধন হল ।উদ্বোধন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী । বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনের দুই পাশের একদিকে মিনি ইনডোর গেমস কমপ্লেক্স এবং কংক্রিটের ক্রিকেট পিচ তৈরি হয়েছে । মিনি ইনডোর গেম কমপ্লেক্সে দুটি টেবিল টেনিস বোর্ড, অপরদিকে একটি ক্যারামবোর্ড রয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অধ্যাপক, অফিসার, কর্মীরা এতে খেলতে পারবেন । ২০১৮ সালের ১৫ জানু্য়ারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। রাজ্য সরকার এর জন্য কুড়ি লক্ষ টাকা দিয়েছে । উপাচার্য বলেন, খেলাধুলার মান আরও বাড়াতেই এই উদ্যোগ । মিনি ইন্ডোর গেম কমপ্লেক্সের নামকরণ করেন উপাচার্য। নাম রাখা হয়েছে প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জি নামানুসারে। নাম দেওয়া হয়েছে পিকে ব্যানার্জি মিনি ইনডোর গেম কমপ্লেক্স । টেবিল টেনিস ,ক্যারাম বোর্ডের উদ্বোধন করার পর ক্রিকেট পিচে ব্যাটিং করেন উপাচার্য এবং অন্যান্য অধ্যাপক ও আধিকারিকেরা । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী ,বিজ্ঞান বিভাগের ডিন সত্যজিৎ সাহা , ছাত্রকল্যাণ বিভাগের ডিন অশোক কুমার প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন স্পোর্টস অফিসার সুহাস বারিক ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Inauguration of CM

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.