Home » আগামীকাল থেকে ৩০ মে পযর্ন্ত রাজ্যে লকডাউন ঘোষনা

আগামীকাল থেকে ৩০ মে পযর্ন্ত রাজ্যে লকডাউন ঘোষনা

by Biplabi Sabyasachi
0 comments

Lockdown news

আরও পড়ুন ঃ-মেদিনীপুর সদরে এক ব্যক্তির মাথা থেঁতলানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পত্রিকা প্রতিনিধিঃ দেশজুড়ে বাড়ছে করোনা। আর এই অবস্থায় করোনা মোকাবিলির লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে আগামীকাল থেকে ৩০ মে সন্ধ্যা ৬ টা পযর্ন্ত দু সপ্তাহের জন্য লকডাউন। আজ, শনিবার নবান্নে  সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। 

এদিন এক নির্দেশিকায় জানানো হয় , আগামীকাল সকাল ৬ টা থেকে এরাজ‍্যে লকডাউন। জুট মিলে ৩০ % কর্মী নিয়ে কাজ চলবে অপরদিকে বিয়ের অনুষ্ঠানে ৫০ জন অতিথি নিয়ে অনুষ্ঠান হবে । জরুরী পণ্যের দোকান সকাল ৭- ১০ পযর্ন্ত খোলা থাকবে। বন্ধ থাকবে বাস ও ফেরি পরিবেষা। পাশাপাশি সমস্ত সরকারি অফিস -বেসরকারি অফিস ও সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান সমস্ত বন্ধ থাকবে। শুধুমাত্র মাত্র জরুরী পরিষেবা অফিস খোলা থাকবে । তাছাড়া এটিএম খোলা থাকবে , তবে ব্যাঙ্ক সকাল ১০ টা থেকে ২ টা পযর্ন্ত খোলা থাকবে। ঔষধ ও চশমার দোকান খোলা থাকবে। তাছাড়া ই -কমার্স ও ডেলিভারি সার্ভিস খোলা থাকবে। চিকিৎসা সংক্রান্ত ও জরুরী পরিষেবা ছাড়া পরিবহন বন্ধ । সাংস্কৃতিক , ধর্মীয়  ও রাজনৈতিক জমায়েত বন্ধ । পাশাপাশি জরুরি পণ্য ছাড়া শিল্প , কারখানা , উৎপাদন কেন্দ্র বন্ধ । বন্ধ থাকবে সুইমিং পুল , বার , শপিং মল , রেস্তোরাঁ ও জিম । অপরদিকে পার্ক , চিড়িয়াখানা খানা বন্ধ থাকবে শুধুমাত্র তা রক্ষনাবেক্ষনের জন্য খোলা থাকবে। বন্ধ থাকবে লোকাল ট্রেন , মেট্রো পরিবেষা বলে জানা যাচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lockdown news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.