Abhishek Banerjee
আরও পড়ুন ঃ–মোদির সভায় কি বিজেপিতে দিব্যেন্দু ? জল্পনা রাজনৈতিক মহলে
পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী গড় কাঁথিতে রোড- শো করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি । এদিন দঃ কাঁথি বিধানসভা ও উঃ কাঁথি কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় কর ও তরুন জানা’র সমর্থনে রোড শো করেন অভিষেক। বেশ কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে কাঁথি বাইপাস থেকে রোড শো শুরু হয়। নীল সাদা বেলুন ও দলীয় পতাকা সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে রোড শো কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে শেষ হয়। এই পদ যাত্রায় দলীয় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা।
এদিন অভিষেক ব্যানার্জি বলেন , মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোনীত প্রার্থীদের সমর্থন জানাতে মানুষ শুধু আসেনি। কাঁথির বুকে এই রোড শো প্রমাণ করে দিয়েছে আগামীদিন মীরজাফর আর কোম্পানির জামানত বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া যে সমস্ত বাড়িতে বিজেপির পতাকা টাঙানো তারাও সমর্থন জানিয়ে রোড-শো তে ফুল ছুঁড়ছেন। আর তা থেকেই বোঝা যায পূর্ব মেদিনীপুর জেলায় একটি পরিবারের স্থাবকতার উপর যাদের বেঁচে থাকতে হতো আজ সেই স্থাবকতার পাথর ভেঙে মুক্তির সূর্যোদয় ঘটে গেছে। তাছাড়া আজ , ২৩ শে মার্চ মীরজাফর ও বিশ্বাসঘাতকদের বাংলা এবং মেদিনীপুর থেকে বিতাড়িত করার খুঁটি পূজো কাঁথির মানুষ করে দিয়েছে। ২ রা মে নির্বাচনের ফল ঘোষণা হবে আর তাদের বিসর্জন হবে। তবে কাঁথির বুঝিয়ে দিয়েছে পরবর্তীদিনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে।
শুভেন্দুকে নিশানা করে তিনি বলেন, মীরজাফর ও বিশ্বাসঘাতকরা মানুষের সঙ্গে গদ্দারি করে , সিবিআই-ইডি থেকে বাঁচাতে নিজের মেরুদন্ড বিক্রি করে দেয় মেদিনীপুরের মানুষ তাদের সমর্থন করবে না। মেদিনীপুর প্রতিবাদী মানুষ পছন্দ করে , মেদিনীপুর লড়াইয়ের মাটি , ত্যাগের মাটি-মাতঙ্গিনী হাজরা ও বিদ্যাসাগরের মাটি । এ মাটি মীরজাফর ও বিশ্বাসঘাতকদের নয়। তাছাড়া চারদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইশতেহার প্রকাশ করেছে, আর তারপর দুদিন আগে বিজেপি তার ইশতেহার প্রকাশ করে করেছে। আর সেই ইশতেহার আর অডিও ক্যাসেট এক, শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। আর তৃণমূলে ইশতেহার হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, দেখাও যায় আবার শোনাও যায়। যা বলবে তা বাস্তবে প্রতিফলন করে দেখাবে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Abhishek Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore