Home » পটাশপুরে রাতের অন্ধকারে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, এলাকায় উওেজনা

পটাশপুরে রাতের অন্ধকারে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, এলাকায় উওেজনা

by Biplabi Sabyasachi
0 comments

BJP worker’s house vandalized

আরও পড়ুন ঃ-দীঘায় সমুদ্রের জলে ডুবে মৃত্যু হল কেশিয়াড়ীর এক যুবকের

শুভম সিং:পটাশপুর:পূর্ব মেদিনীপুরঃ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে। ততই বিজেপি শক্তি বৃদ্ধি হচ্ছে। রাতের অন্ধকারে একের পর এক বিজেপি কর্মীর সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে শাসকদলের দুষ্কৃতীকারীরা বলে অভিযোগ। এমন ঘটনার সাক্ষী রইল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার দাঁড়ি পাটনা ও গোকুল পাটনা এলাকায়। রাতের অন্ধকারে বিজেপির কর্মীর বাড়ির ভাঙচুর চালালো শাসক দলের দুষ্কৃতীকারীরা।তবে ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপির অভিযোগ , নির্বাচন এগিয়ে পটাশপুরের দাঁড়ি পাটনা ও গোকুল পাটনা সহ একাধিক বিজেপির কর্মীদের প্রভাব বাড়ায় এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীকারীরা বোমাবাজি করে হামলা ও লুঠপাট চালায় বলে অভিযোগ।যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসকদল।জেলা তৃণমূল কংগ্রেসের কোর্ডিনেটর মামুদ হোসেন বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয়।বিজেপির কর্মীরা নিজেরা মধ্যে গন্ডগোল করে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তাছাড়া অনুগামী ও সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে ,তাই এমন ঘটনা ঘটছে।

এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,’পটাশপুর থানার দাঁড়ি পাটনা ও গোকুল পাটনা সহ একাধিক এলাকায় তৃণমূল হার্মাদরা রাতের অন্ধকারে বিজেপি কর্মী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুর করেছে। নির্বাচন এগিয়ে আসতেই বোম ও বন্দুক নিয়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে তৃণমূলের দুষ্কৃতীরা।তাছাড়া এইভাবে বিজেপি কর্মীদের আটকানো যাবেন না ।আর মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস একটি সন্ত্রাসবাদী দল।আর এই দলকে তাড়াতে মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব দেবে’।পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বলেন,পটাশপুরে দাঁড়ি পাটনা ও গোকুল পাটনাএলাকাকে শান্ত করতে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP worker’s house vandalized

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.