Home » সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার, আক্রান্ত ১৯০০, সুস্থ ১৩৩১ জন

সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার, আক্রান্ত ১৯০০, সুস্থ ১৩৩১ জন

by Biplabi Sabyasachi
0 comments

covid recovery

আরও পড়ুন ঃ-অধিকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, এবার জেলার উন্নয়নে সবাই লড়বঃ অখিল গিরি

পত্রিকা প্রতিনিধিঃ সারা রাজ্যের পাশাপাশি জেলায়ও বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
তাছাড়া এবারের করোনা সংক্রমণের ধারার একটি উদ্বেগজনক দিক হলো গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে করোনা, যা ছিল না প্রথম ঢেউয়ের সময়। উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেড়েছে দুই মেদিনীপুর জেলায়। করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে এই জেলার বাসিন্দাদের।

গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১৯০০ জন। যার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্ত ৮৪১, পূর্ব মেদিনীপুর জেলায় আক্রান্ত ৮৯৪ ও ঝাড়গ্রামে আক্রান্ত ১৬৬ জন। পাশাপাশি এই তিন জেলায় সুস্থ হয়েছেন ১৩৩১ জন।অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে রাজ্যে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল ।

তবে করোনা আক্রান্তের সংখ্যার এই আচমকা বেড়া যাওয়ার কারণে ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে যে বড়সড় চাপের সৃষ্টি হয়েছে তা মেনে নিয়েছেন বিশেষজ্ঞরা । তারা বলছেন, আক্রান্তের সংখ্যা যে ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে তার জন্য হাসপাতালে শয্যা এবং সংস্থান বাড়ানো দরকার। তাছাড়া জরুরি ভিত্তিতে কোভিড-১৯ মামলার সংখ্যাও হ্রাস করতে হবে। প্রতিটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ। এই ,ময় অনেক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। কোনও ক্ষেত্রেও করোনার বিধি নিষেধ মানা হচ্ছে না। এগুলি কড়া হাতে নিয়ন্ত্রণ করার কথা বলেন তারা । তাছাড়া প্রশাসনকে এমন ব্যবস্থা নিতে হবে যে ধর্মীয় ভাবাবেগে যেন আঘাত না লাগে আবার করোনা বিধিও ঠিকমতো মেনে চলা হয়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

covid recovery

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.