Home » জঙ্গলমহলে প্রথমদফার ভোট মিটতেই গ্ৰেফতার ছত্রধর

জঙ্গলমহলে প্রথমদফার ভোট মিটতেই গ্ৰেফতার ছত্রধর

by Biplabi Sabyasachi
0 comments

First round vote

আরও পড়ুন ঃফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত কেশপুর , এলাকায় পুলিশী টহল

পত্রিকা প্রতিনিধিঃ জঙ্গলমহলে প্রথমদফার ভোট মেটার পরই  রবিবার  দোল উৎসবের দিনে এন আই এ (NIA) – হাতে গ্ৰেফতার ছত্রধর মাহাত। জানা গিয়েছে, দীর্ঘ ১১ বছর পর  শনিবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালগড় থানার আমলিয়া গ্রামে নিজের বুথে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। এরপর আজ ভোরে লালগড় থেকে তাঁকে গ্রেফতার করে এন আই এ (NIA) । তবে আমি এর আগে ১৬, ১৮, ২২ মার্চ এন আই এ (NIA)-এর পক্ষ থেকে তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু তিনি হাজিরা দেননি । আর এরপরই আদালতের নির্দেশ মেনে  তাঁকে গ্রেফতার করে ৪০ জনের একটি বিশেষ দল। 

প্রসঙ্গত, ২০০৯-এর ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুন হন। সেই খুনের ঘটনায় ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর ওই বছরই রাজধানী ছিনতাইয়ের চেষ্টা হয়। ২০০৯-এর শেষেরদিকে জানেশ্বরী এক্সপ্রেস নাশকতায় অন্যতম অভিযুক্ত ছিলেন জঙ্গলমহলের তৎকালীন জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো। ইতিমধ্যেই দশ বছরের বেশি জেলবন্দি ছিলেন ছত্রধর। ২০২০-র শুরুতে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন ছত্রধর। তবে তদন্ত চলছিল। বারবার ছত্রছরকে শমন পাঠালেও তদন্তে সহযোগিতা না করায় আজ তাঁকে গ্রেফতার করা হল। ২০১১ সালে সিঙ্গুর নন্দীগ্রাম যদি তৃণমূল সরকার গঠনের পথ প্রশস্ত করে তাহলে বলতে হয় তত্কালীন সিপিএমের কফিনে শেষ পেরেকটি পুঁতেছিল জঙ্গলমহল।

কার্যত নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে তৃণমূল জঙ্গলমহলে তাঁদের সংগঠনিক শক্তিকে বাড়িয়ে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তত্কালীন বাম সরকারকে। দশ বছর শাসকদল হিসেবে রাজ্যে ক্ষমতা চালানোর নেপথ্যে জঙ্গলমহলের ভূমিকা অনস্বীকার্য। সেই জঙ্গলমহলের একদা নায়ক ছত্রধর মাহাতো কারাবাস কাটিয়ে ফের সক্রিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। এরপর সরাসরি তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা করে নেন ছত্রধর মাহাতো। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

First round vote

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.