Home » জেলায় উদ্ধমুখী করোনা , একদিনেই আক্রান্ত ১৯৫২ , সুস্থ ১৪৬৯ জন

জেলায় উদ্ধমুখী করোনা , একদিনেই আক্রান্ত ১৯৫২ , সুস্থ ১৪৬৯ জন

by Biplabi Sabyasachi
0 comments

Covid news

আরও পড়ুন ঃ-মনের জোরে প্রতিবন্ধকতায় সাফল্য মিললেও , করোনার কাছে হার দীঘার গৌতমের

পত্রিকা প্রতিনিধিঃ প্রতিদিনই সারা রাজ‍্যের পাশাপাশি জেলায়ও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে মাঝে কিছুদিন আক্রান্তের সংখ্যা নিম্নমুখী থাকলেও গত এক সপ্তাহে সমগ্র জেলায় কোভিডের গ্রাফ উদ্ধমুখী। আর এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে একদিনে করোনা আক্রান্ত হলেন ১৯৫২ জন।

এরমধ‍্যে পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্ত ৯৪৩ জন , পূর্ব মেদিনীপুর জেলায় আক্রান্ত ৮৩৩ জন ও ঝাড়গ্রামে আক্রান্ত ১৭৬ জন। পাশাপাশি এই তিন জেলায় সুস্থ হয়েছে ১৪৬৯ জন।অপরদিকে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে ২ জনের বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে। আর যা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। তবে ওয়াকিবহাল মহলের ধারণা আক্রান্তে সংখ্যা বেড়ে চলাতেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

তবে প্রশাসন একদিকে যেমন বারংবার মানুষ কে সচেতন করছেন, ঠিক তেমনই মানুষ কে সচেতন হতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ মাক্স ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। সচেতনতাই এখন একমাত্র রাস্তা। তবে দেশের পাশাপাশি রাজ‍্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু এভাবে চলতে থাকলে কবে করোনা মুক্ত হবে আমাদের দেশ? প্রশ্ন একশ্রেণীর সচেতন মানুষের মুখে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.