পত্রিকা প্রতিনিধি: ঝাড়গ্রাম বিধানসভা নির্বাচনে শাসক দলের প্রার্থী ছিলেন বীরবাহা হাঁসদা। তাঁর প্রতিদ্বন্ধী ছিলেন বিজেপি প্রার্থী সুখময় শতপথী (Sukhomoy Sathpati) । কিন্তু ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বন প্রতিমন্ত্রী হওয়ার পরেও সৌজন্য ভুললেন না বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। বিধানসভায় নিকটতম প্রতিদ্বন্ধী বিজেপি প্রার্থীর মায়ের অসুস্থতার খবর পেয়েই রবিবার রাতে ছুটে যান বীরবাহা হাঁসদা ও প্রাক্তন ঝাড়গ্রাম পুরসভার পৌরপিতা শিবেন্দ্র বিজয় মল্লদেব।
রবিবার সুখময়ের নিজবাসভবনে গিয়ে তাঁর মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বীরবাহা। বীরবাহা বলেন, ‘“খবর পেয়েছিলাম যে সুখময়ের মা বার্ধক্যজনিত রোগে অসুস্থ। রাতে সুখময়ের বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করে এসেছি। সময় মতো খাওয়াদাওয়া ও ওষুধ খাওয়ার কথাও বলেছি। ডাক্তার দেখানোর বন্দোবস্ত যাতে হয়, সে কথাও জানিয়েছি।” অপরদিকে বিজেপি প্রার্থী সুখময় জানান, ‘“দূর্গেশ’দার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। তিনি এসেছিলেন। সঙ্গে মন্ত্রীও এসেছিলেন। মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।”