পত্রিকা প্রতিনিধি : তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত দাসপুর, শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-২ গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকে কিছুটা দূরে তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হয়।প্রথমে হাতাহাতি তারপর লাঠালাঠি, ঘটনায় আহত হয় উভয় পক্ষের প্রায় ৭ জন। তৃণমূল নেতা তথা কর্মাধ্যক্ষ সুব্রত মাইতির অভিযোগ, ওই দিন তাঁরা গ্রামপঞ্চায়েতের মধ্যে জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং করছিলেন। সেই সময় বিজেপির গুণ্ডাবাহিনী না জানিয়েই সেখানে চিৎকার চেঁচামেচি করে। ওখান থেকে চলে গিয়ে কিছুটা দূরে গদাইপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে তৃণমূলের কর্মীদের উপর বিজেপি আক্রমণ করে। অন্য দিকে বিজেপির অভিযোগ, আজ তাঁদের গ্রামপঞ্চায়েতে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সেই কথা আগে থেকে জানতে পেরে তৃণমূল দুষ্কৃতীরা গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকে কিছুটা দূরে গদাইপুরে জমায়েত হয়। সেখানে বিজেপি কর্মীদের উপর পুলিশের সামনেই আক্রমণ করা হয়। উভয় পক্ষের মধ্যে ইঁট ছোঁড়াছুঁড়ি শুরু হয়। উভয় পক্ষের ৭জন জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী।
1