Abduction of BJP workers
আরও পড়ুন ঃ-হলদিয়া জনসভায় পুলিশকে সংযত হওয়ার হুঁশিয়ার ভারতীর
শুভম সিং:খেজুরী:পূর্ব মেদিনীপুরঃ গত সপ্তাহে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে।তবে বিশেষ করে তৃণমূলের ঘরের কোন্দলে উত্তপ্ত জেলার বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে এলাকায় শুরু হল সংঘর্ষ ও বোমাবাজি।
জানা গিয়েছে,এদিন বিজেপির কর্মসূচিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে খেজুরি ২ ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় পতাকা বাঁধতে জমায়েত করেছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, বোগা মোড়ে বিজেপির জমায়েতে হামলা চালায় দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তারা। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের অন্তত ১৫টি মোটরবাইক। বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়েও চলে যায় তারা। এমনকী ৪ জন বিজেপি কর্মীকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ। হামলার পর বোগা মোড়ে অবরোধে বসেন বিজেপি কর্মীরা। আর এই ঘটনার পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় খেজুরিতে। বিদ্যাপীঠ এলাকায় পথ অবরোধ করেন বিজেপি সমর্থকরা। ঘটনাস্থলে যায় তালপাটি কোস্টাল থানার বিশাল পুলিশবাহিনী। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও বচসা বাধে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
খেজুরী দক্ষিণ মন্ডলের সভাপতি উদয়শঙ্কর মাইতি বলেন, আজ খেজুরী দক্ষিণ মন্ডলের নীচকসবা অঞ্চলের বোগা মোড়ে পতাকা উত্তোলন করেন। তারপর তাঁরা চলে যান রসুলপুরে। সেখানে গিয়ে পতাকা উত্তোলন করে ফেরার সময়ই বাইক মিছিলের ওপর হামলা চালানো হয়। ব্যাপক হারে বোমাবাজির পাশাপাশি গুলি চালানো হয়েছে বলেও তাঁর অভিযোগ।
হামলাকারীরা বিজেপির মিছিলে থাকা চারজন ছেলেকে তুলে নিয়ে গিয়েছে বলেও দাবি তাঁর। এরই পাশাপাশি একাধিক মোটর বাইক তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গোটা ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব পুলিশে অভিযোগ জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ আসে। তবে নিখোঁজ সমর্থকদের পাশাপাশি বাইকগুলিও দ্রুত উদ্ধার না হলে বিজেপির তরফে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি ব্যর্থ করার চেষ্টা করছিল বিজেপি।তবে গত শুক্রবার রাতে খেজুরির ৬টি তৃণমূল পার্টি অফিস দখল নেওয়ার চেষ্টা করে স্থানীয় বিজেপি কর্মীরা।তাছাড়া বিধানসভা ভোট এগিয়ে আসতেই বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।
খেজুরি থানা সূত্রে জানা গেছে, পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তৃণমূলের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি
রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরেই এই ঘটনায় জেলায় উত্তেজনা ছড়াচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Abduction of BJP workers
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore