To aware People
আরও পড়ুন ঃ–বালি বোঝাই লরি ও টাক্ট্ররের দখলে গুড়গুড়িপালের রাস্তা, দুর্ভোগ নিত্যযাত্রীদের
শুভম সিংঃ রাজ্যে করোনা(Corona)-সংক্রমণ রোধে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি করোনা মহামারী মোকাবিলায় চলছে আংশিক লকডাউন। তবে এবার করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে থেকেই করোনা নিয়ে সর্বদা মানুষকে সচেতন করতে কোনও খামতি রাখছেন না পুলিশ(Police)-প্রশাসনের কর্তারা। তবে তার পরেও কিছু মানুষ সচেতন হচ্ছেন না বলে অভিযোগ উঠছে বিভিন্ন প্রান্তে। তবে সেই অভিযোগের সত্যতাও অনেকাংশে দেখা মিলেছে। তাই এ বার ‘যমরাজ’ (Yamraj) সেজে মানুষকে সচেতন করতে প্রচারে নামলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা(Egra) শহরের শিল্পী(Artist)ঈশ্বর গিরি। এদিন ‘যমরাজ’ ঈশ্বর গিরি- এ ভাবেই এগরা(Egra)শহরের দিঘামোড় , সবজি ও মাছ মার্কেট , মিলনী , ত্রিকোণ পার্ক , কলেজ মোড় একাধিক প্রান্তে ঘুরে বেড়ালেন। হিন্দু ধর্মে মৃত্যুর দেবতা যমরাজ(Yamraj)। কথিত আছে, মৃত্যুর পর যমরাজ মৃত ব্যক্তিকে নিয়ে যান নিজের দরবার। তাই ‘মাস্ক’ না পরা কাউকে দেখলে বা নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে দাঁড়ালে তিনি দৌড়ে গেলেন। করোনার(Corona)‘মৃত্যু-ভয়’ ও সোজা সঙ্গে করে নিয়ে যাবেন বলে ‘ভয়’ দেখালেন যমরাজ(Yamraj)। পাশাপাশি রাস্তায় ঘুরে ঘুরে ৫ শতাধিক মানুষকে মাক্স পরিয়ে ও করোনা নিয়ে গান গেয়ে পথচলতি মানুষদের সচেতন করেন যমরাজ।
তবে সচেতনতার পাশাপাশি যমরাজকে (Yamraj) বলতে শোনা গেল ,‘এখনও সময় আছে। সচেতন হও। সমগ্র বিশ্বে করোনা(Corona) তাণ্ডব চালাচ্ছে। যমপুরী ভরে গিয়েছে। আর যাতে কেউ না যান, সে জন্য স্থির থাকতে না পেরে আমি নেমে এসেছি। অনেকে এখনও মাস্ক পরেননি দেখছি। তাঁদের বলছি, হয় মাস্ক পরো। নয় আমার সঙ্গে চলো ’।করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ যেভাবে প্রতিদিনই আছড়ে পড়ছে তাতে করে সংক্রমণের হারও লাগামছাড়া হয়ে পড়ছে। তাছাড়া আবার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে বলে মানুষকে সচেতন করে যমরাজ।
এবিষয়ে ‘স্থানীয় ব্যবসায়ী চিত্তরঞ্জন দাস বলেন, ‘‘ এটা খুব ভালো উদ্যোগ।তাছাড়া করোনা কালে যমরাজ (Yamraj) সেজে এগরা(Egra) শহরে করোনা সচেতনতার প্রচার এর আগে কখনো হয়নি। তবে মানুষ যেন এ বার থেকে সচেতন হয়। ’’
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগরা পুরসভার (Municipality)পুরপ্রশাসক স্বপন নায়ক বলেন,‘‘ ঈশ্বর গিরি এগরার(Egra)এক শিল্পী(Artist)। তিনি যমরাজ (Yamraj)সেজে আজ করোনা নিয়ে পথে নেমে মানুষদের সচেতন করছেন শুনে খুব লাগলো। তাছাড়া মানুষ এভাবেই একে অপরকে সচেতন করলেই সকলে করোনা থেকে রেহাই পাবেন। আমরাও নানা ভাবে পুরসভার পক্ষ থেকে পুরসভাবাসী ও বাজারে ক্রেতাদের সচেতন করার চেষ্টা করেছি।’’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
To aware People
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore