Home » Midnapore : “এমন মুখ্যমন্ত্রী গোটা দেশে দ্বিতীয়টি নেই”! মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে বললেন মানস

Midnapore : “এমন মুখ্যমন্ত্রী গোটা দেশে দ্বিতীয়টি নেই”! মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে বললেন মানস

by Biplabi Sabyasachi
0 comments

“There is no such chief minister in the whole country”! Manas said at the government service delivery program in Midnapore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম পূরণ যারা করেছেন সেই সব উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হল। পাশাপাশি বিধবা ভাতা দেওয়া হলো বেশ কিছু উপভোক্তাকে। বৃহস্পতিবার জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে এক অনুষ্ঠানের মাধ্যমে কিছু সংখ্যককে পরিষেবা প্রদান করা হয়েছে। বাকিদের সংশ্লিষ্ট ব্লক বা পুরসভা থেকে পরিষেবা প্রদান করা হবে। এদিন কর্মসূচির উদ্বোধন এ উপস্থিত ছিলেন তিন মন্ত্রী মানস ভুঁইয়া, শিউলি শাহা ও শ্রীকান্ত মাহাতো, বিধায়ক অজিত মাইতি, জুন মালিয়া দিনেন রায়, মমতা ভূঁইয়া, সূর্যকান্ত অট্ট, জেলাশাসক রশ্মি কমল প্রমুখ।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত সাংবাদিক দেবাশিস মাজী, শোকের ছায়া সাংবাদিক মহলে

Midnapore
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ঘাটালে বন্যা রুখতে আগাম প্রস্তুতি বৈঠক, কলেজ পড়ুয়াদের রাজনীতির হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেব-এর

জেলাশাসক বলেন, “কয়েক মাস আগে দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে গিয়ে কয়েক লক্ষ ব্যাক্তি ফর্ম পূরণ করেছেন। কেউ কেউ দুই বা ততোধিক প্রকল্পের ফর্ম পূরণ করেছেন। সেই প্রকল্পের পরিষেবায় এদিন দেয়া হলো। গোটা জেলার উপভোক্তাদের একসঙ্গে ডাকা সম্ভব নয় তাই আনুষ্ঠানিকভাবে কয়েকজনকে পরিষেবা দেওয়া হলো। বাকী উপভোক্তাদের তাদের সংশ্লিষ্ট বিডিও অফিস বা পুরসভায় বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে।”

Midnapore

আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে উঠছেই মেশিন দিয়ে বালি, ভূমি দফতর ও পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

Advertisement

আরও পড়ুন:- ফের লক্ষাধিক টাকার শাল গাছ চুরি মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, জাতিগত শংসাপত্র সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হয়েছে। মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “এইভাবে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া দেশের কোন রাজ্য করে দেখাতে পারেনি আর এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। রাজ্যের মানুষ ঘরে বসে সরকারি প্রকল্পের সুবিধা হাতের কাছে পেয়ে যাচ্ছেন। এমন মুখ্যমন্ত্রী গোটা দেশে দ্বিতীয়টি নেই।”

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে ডাকা বিক্ষোভ সভায় ভুল জাতীয় সংগীত কাউন্সিলরের, সমালোচনার ঝড়

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.