পত্রিকা প্রতিনিধি: করোনা ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন।আর সেই লকডাউনে বেড়েছে চোর ও ডাকাতের উপদ্রব।এই অবস্থায় শুক্রবার মধ্যরাতে তালা ভেঙে এক মুদি ব্যবসায়ীর দোকানের সমস্ত কিছু নিয়ে ও এলাকায় এক ব্যক্তির মোটর বাইক ভেঙে দিয়ে গাড়ির ব্যাটারি নিয়ে চম্পট দিল চোরের দল।চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কশবা এগরা গ্ৰাম পঞ্চায়েতের মহাবিশ্রা উত্তরপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১ টা নাগাদ ওই গ্ৰামের একটি মুদি ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে দোকানে থাকা সমস্ত জিনিস পত্র চুরি করল চোরের দল।এরপর ওই এলাকার বাসিন্দা সমীর ঘোড়াই নামের এক ব্যক্তির বাড়ির সামনে থাকা তার একটি মোটর বাইক’কে ভেঙে দেয় চোরের দল।পাশাপাশি সেই গাড়ির বাক্সের মধ্যে থাকা সমস্ত কাগজপত্র ও গাড়ির ব্যাটারি খুলে নিয়ে মোটর বাইকটিকে অকেজো করে পালিয়ে যায় তারা।এরপর পালিয়ে যাওয়ার সময় হঠাৎই ওই এলাকার পাকার রাস্তার উপর একটি বোমা নিক্ষেপ করে চোরের দল।এরপর আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ।
এই সব ঘটনার পর শনিবার সকালে উঠে এলাকার মানুষেরা দেখতে পায় ওই মুদি দোকানের তালা ভেঙে সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে।পাশাপাশি ওই এলাকার এক বাসিন্দার মোটর বাইক ভেঙে তার ব্যাটারি চুরি করে পাশাপাশি ওই এলাকার রাস্তার উপর বোমাবাজি করে ২ টি তাজা বোমা রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় চোরের দল।এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাটি এগরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাজা বোমাগুলিকে নিস্ত্রিয় করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী বলেন,আমরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সেখান থেকে ২টি বোমা নিস্ত্রিয় করে বোমা দুটিকে উদ্ধার করেছি।তাছাড়া সেটি বোমা না পটকা বাজি তা নিয়ে সংশয় রয়েছে।তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।