Digha Zoo : পর্যটকরা সৈকতে বসে সমুদ্র উপভোগের পাশাপাশি টুক করে ঘুরে আসতে পারবেন চিড়িয়াখানাতেও। রাজ্য বন দফতর ও আরবান ডেভলপমেন্ট দফতর যৌথভাবে নিউ দিঘায় চিড়িয়াখানা তৈরির উদ্যোগ নিয়েছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারির আদলে মিনি জু তৈরি করা হবে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুরের দিঘার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। পর্যটকরা সৈকতে বসে সমুদ্র উপভোগের পাশাপাশি টুক করে ঘুরে আসতে পারবেন চিড়িয়াখানাতেও। রাজ্য বন দফতর ও আরবান ডেভলপমেন্ট দফতর যৌথভাবে নিউ দিঘায় চিড়িয়াখানা তৈরির উদ্যোগ নিয়েছে। তবে এখনই আলিপুরের মতো বড় চিড়িয়াখানা তৈরি হচ্ছে না।
আরও পড়ুন : মর্মান্তিক! পশ্চিম মেদিনীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আহত ১
শিলিগুড়ির বেঙ্গল সাফারির আদলে মিনি জু তৈরি করা হবে। পূর্ব মেদিনীপুর জেলা বনদফতর সূত্রে জানা গিয়েছে, দিঘায় চিড়িয়াখানা গড়ে তুলতে প্রাথমিকভাবে ৪৫ কোটি টাকা ব্যয় হচ্ছে। চিড়িয়াখানার জন্য নিউদিঘাতে জায়গা চিহ্নিত করা হচ্ছে। এই প্রকল্প রূপায়ণে প্রায় ২২ থেকে ২৪ একর জায়গা প্রয়োজন। তবে নতুন করে জায়গা অধিগ্রহণের কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন : কলা বিভাগে ৪৭০ পেয়ে তাক লাগাল জঙ্গলমহলের সোহম, লক্ষ্য শিক্ষক হওয়া
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতে থাকা জায়গাতেই চিড়িয়াখানা গড়ে তোলা হবে। চিড়িয়াখানা নির্মাণের জন্য মাস্টার লে- আউট প্ল্যানও তৈরি করা হয়েছে। যার ছাড়পত্রের জন্য মাসতিনেক আগে আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে। পূর্ব মেদিনীপুরের জেলা বনাধিকারিক অনুপম খান বলেন, “রাজ্য বা জেলার পাশাপাশি দেশ- বিদেশের মানুষের কাছেও দিঘা এখন অন্যতম ভ্রমণ কেন্দ্র। সেই কারণেই দিঘায় চিড়িয়াখানা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : কাজ থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে শালবনী হাসপাতালে ধর্না অস্থায়ী কর্মীদের
আরও পড়ুন : জলচকের ২২ জন কৃতির ফলাফলে সন্দেহ দেখিয়ে পর্ষদে চিঠি বিজেপির শিক্ষক নেতার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Digha Zoo
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore