Home » আগামী শিক্ষাবর্ষ থেকেই তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ চালুর লক্ষ্যে রাজ্য,পরিকাঠামো পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা

আগামী শিক্ষাবর্ষ থেকেই তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ চালুর লক্ষ্যে রাজ্য,পরিকাঠামো পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা

by Biplabi Sabyasachi
0 comments

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্গতদের উদ্ধারে নামল NDRF

পত্রিকা প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর (Chief-Minister) নির্দেশে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজের (Tamralipta Government Medical College) কাজ দ্রুত শেষ করার জন্য জেলাশাসক (District Magistrate) ও জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারের (CMOH) সাথে বৈঠক সারলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (Director of State Medical Education) দেবাশিস ভট্টাচার্য (Debasish Bhattacharjee) এবং এনআরএস মেডিক্যাল কলেজের (N.R.S Medical College) অধ্যক্ষ (Principal) মণিময় মুখার্জী (Manimoy Mukherjee) । খতিয়ে দেখলেন মেডিক্যাল কলেজ তৈরির কাজের গতিবিধি। সঙ্গে ছিলেন সেচমন্ত্রী (Irrigation Minister) সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) ।গত ২৮ জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে ৬ টি মেডিক্যাল কলেজ হাসপাতালের নামকরণ করা হয়েছে। তমলুক মেডিক্যাল কলেজের নামকরণ হয়েছে তাম্রলিপ্ত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

নিজস্ব চিত্র

আগামী শিক্ষাবর্ষ (Session) থেকেই চালু হতে চলেছে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ । ২০১৯ লোকসভা ভোটের (Loksabha Election) আগে থেকে তমলুক জেলা হাসপাতাল চত্বরে শুরু করা হয়েছিল মেডিক্যাল কলেজ তৈরির কাজ । মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত কলেজের কাজ শেষ করার জন্য গত শুক্রবার জেলা শাসক, জেলা মূখ্য স্বাস্থ্য অধিকারের সাথে কয়েক ঘন্টার বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য -শিক্ষা অধিকর্ত‍া (Director of State Medical Education) এবং এনআরএস (NRS) হাসপাতালের অধ্যক্ষ সহ রাজ্য স্বাস্থ্য দফতরের একটি টিম । পরে জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সাথে নিয়ে জেলা সদর হাসপাতালের পাশেই তৈরি হওয়া মেডিক্যাল কলেজের কাজ ঘু্রে দেখেন।দেবাশিস ভট্টাচার্য জানান , “মুখ্যমন্ত্রীর নির্দেশে মেডিক্যাল কলেজ দ্রুত কাজ শেষ করার জন্যই আমরা পরিদর্শনে এসেছি । দ্রুত কাজ শেষ করার জন্য জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠক করেছি। মেডিক্যাল কলেজের কাজ খতিয়ে দেখেছি, আশা করছি নভেম্বরের মধ্যেই কাজ শেষ হবে এবং সামনের শিক্ষাবর্ষেই নিট পরীক্ষার মাধ্যমে কলেজ চালু করা যাবে ।”

Advertisement

এ বিষয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “জেলাবাসী হিসাবে এটা অত্যন্ত খুশির খবর ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দ্রুত শেষ হবে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ তৈরির কাজ । শুধু আমাদের কাছে নয় এটা জেলাবাসীর কাছেও অত্যন্ত খুশির খবর ।”জেলাশাসক পূর্ণেন্দু মাঝির বক্তব্য,” আমরা যথেষ্ট তৎপরতা সঙ্গেই দ্রুত কাজ মেটানোর চেষ্টা করছি। নভেম্বরের মধ্যেই সম্পূর্ণ কাজ সমাপ্ত করে সেন্ট্রাল ভিজিল্যান্স টিমকে পরিদশর্নের জন্য আবেদন করব । আশা রাখছি আগামী শিক্ষাবর্ষ থেকেই গভর্মেন্ট মেডিক্যাল কলেজে পঠনপাঠনের কাজ শুরু করতে পারব ।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medical College

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.