Home » শালবনীতে ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদের চাঙড়, আহত ৩

শালবনীতে ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদের চাঙড়, আহত ৩

by Biplabi Sabyasachi
0 comments

প্রত্রিকা প্রতিনিধিঃ বিদ্যালয়ের স্টাফ রুমে বসেছিলেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষকারা। সেই সময় হঠাৎই
বিদ্যালয়ের স্টাফ রুমে ভেঙে পড়ল ছাদের বিমের সিমেন্টের চাঙড়। অল্প চোট পেয়ে কোনওরকমে রক্ষা পেলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকারা। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ঢেংবহড়া হাই বিদ্যালয়ে। এমন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে থাকা শিক্ষক- শিক্ষকারা।

বিদ্যালয়ের ভেঙে পড়া ছাদের চাঙড় , নিজস্ব চিত্র

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস করতে এসেছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক- শিক্ষকারা। এরপর বিদ্যালয়ে স্টাফ রুমে বসে শুরু করেছিলেন কাজ। সকাল ১১টা ৩০ নাগাদ হঠাৎই শিক্ষক ও শিক্ষকাদের মাথার উপর ভেঙে পড়ে ছাদের বিমের সিমেন্টের চাঙড়। আতাঙ্কিত হয়ে কোনওরকমে বিদ্যালয়ের স্টাফ রুম ছেড়ে সকলে ছুটে বাইরে বেরিয়ে আসেন। তবে অল্প চোট পেয়ে কোনওরকমে প্রাণে বাঁচেন বিদ্যালয়ের ২জন শিক্ষক ও ১জন শিক্ষিকা। তবে এই ঘটনা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিদ্যালয় চত্বরে। বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের একাংশ । তবে প্রশাসন এবিষয়ে কি ব্যবস্থা গ্ৰহণ করে তার দিকে তাকিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্য্য বলেন , বিডিও’র তত্ত্বাবধনে গত বছর সেপ্টেম্বর মাসে  ৪২ লক্ষ টাকা ব্যয়ে এই স্কুলের একতলা নতুন ভবনের কাজ শেষ হয়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে
ওই নতুন ভবন ব্যবহার করা শুরু হয়। এরপর আজ হঠাৎই  স্টাফ রুমে শিক্ষক-শিক্ষিকাদের মাথার উপর বিমের সিমেন্টের চাঙড় খসে পড়ে। এরপর ঘটনাটি দেখতে পেয়ে আহত ২জন শিক্ষক ও ১জন শিক্ষিকাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে নির্মাণের কাজের ত্রুটির কারনে এমনই ঘটনা বলে মনে করেন তিনি।

তবে এই ঘটনা সম্পর্কে ইতিমধ্যে ‘‘জেলা পরিপরিষদ, ডিআই, এসআই, বিডিও-সহ সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের এমন বিপজ্জনক অবস্থার ছবি তুলে পাঠানো হয়েছিল। সেই সঙ্গে আবেদন করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি ক্ষতিয়ে দেখেন জেলা বিদ‍্যালয় পরিদর্শক। পাশাপাশি এদিন তিনি ঘটনাটি  তদন্ত করে ক্ষতিয়ে দেখা হবে বলে বিদ‍্যালয় কর্তৃপক্ষ’কে আশ্বাস দেন।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.