Midnapore Hospital : বিরল টিউমার অপারেশন করে সফল মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাসিন্দা সঞ্জিৎ কুমার ঘোড়ই নামে এক প্রৌঢ়-এর বাম পায়ের উর্ধ্ব অংশে টিউমার হয়েছিল। পুরো বিষয়টি বোঝার আগে প্রায় দশ বছর ধরে তিনি টিউমারের যন্ত্রনায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসককে দেখিয়েছেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিরল টিউমার অপারেশন করে সফল মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাসিন্দা সঞ্জিৎ কুমার ঘোড়ই নামে এক প্রৌঢ়-এর বাম পায়ের উর্ধ্ব অংশে টিউমার হয়েছিল। পুরো বিষয়টি বোঝার আগে প্রায় দশ বছর ধরে তিনি টিউমারের যন্ত্রনায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসককে দেখিয়েছেন।
অনেক পরে বোঝা যায় সেটি আসলে টিউমার। তাও আবার শরীরের গুরুত্বপূর্ণ সায়োটিক নার্ভে। যে শিরা শরীরে অঙ্গপ্রত্যঙ্গ চালন ও স্নায়বিক পদ্ধতির সঙ্গে যুক্ত। কোনোভাবে সামান্য আঘাত পেলে সেই শিরা বিকল হয়ে প্যারালাইসিস করে দিতে পারে শরীরকে। সারা বিশ্বে এক লক্ষ লোকের মধ্যে ০.৬ জনের মধ্যে এধরনের টিউমার দেখা যায় বলে মত চিকিৎসকদের।
Midnapore Hospital
এতে ঝুঁকি থাকায় ডাক্তারবাবুরা অনেকেই অপারেশন করার ঝুঁকি নেননি। বহু চিকিৎসকই বাইরে কোথাও অপারেশন করানোর পরামর্শ দিয়েছিলেন। অনেকে আবার জটিল খরচ সাপেক্ষ উল্লেখ করে বাইরের রাজ্যে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন। অবশেষে সেই জটিল টিউমার অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে সঞ্জিৎবাবু মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জেনারেল সার্জেন ডাঃ সুদীপ্ত চ্যাটার্জীর কাছে চিকিৎসার জন্য আসেন। ঝুঁকিপূর্ণ দেখে রোগীর পরিজনদের সম্মতি চান ডাঃ সুদীপ্ত চ্যাটার্জী। সম্মতি মিলতেই অপারেশন করে টিউমারটি বাদ দেন।
সুদীপ্তবাবুর কথায়, “সারা বিশ্বে এক লাখ লোকের মধ্যে ০.৬ জনের মধ্যে এধরনের টিউমার দেখা দেয়। সাধারণত এধরনের টিউমার মাথা ও ঘাড়েই হয়। কিন্তু সঞ্জিৎবাবুর ক্ষেত্রে তা পায়ে হয়েছিল। অপারেশনে প্যারালিসিসের সম্ভাবনা ছিল। কিন্তু সফল অপারেশনের পরদিনই রোগী হেঁটেছে। সোমবারই ছুটি হয়েছে রোগীর। সফলতার আনন্দ পেয়েছি সকলেই৷” সফল অপারেশনে খুশি রোগী ও তার পরিবার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper