TMC
আরও পড়ুন ঃ–পটাশপুরে ঢাক বাজিয়ে বিজেপির দেওয়াল লিখন
প্রত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে ইতিমধ্যে ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও কোনও দলই পুরোপুরি তালিকা প্রকাশ করেনি। আর এই পরিস্থিতিতে নির্বাচনের ২৯১ আসনে প্রার্থী তালিকা শুক্রবার প্রকাশ করল তৃণমূল। এদিন দুপুরে কালীঘাটে সাংবাদিক সম্মেলন বিভিন্ন বিধানসভার প্রার্থী নাম প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় যেমন সেলিব্রিটি, যুব ও ছাত্রনেতা-সহ একাধিক নতুন মুখ রয়েছে, তেমনি টিকিট পাননি বেশ কয়েকজন মন্ত্রী এমনকী বিধায়কও। তবে বাংলাকে পাখির চোখ করে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। কংগ্রেসের সঙ্গে জোট করে আসরে নেমেছে বামেরাও। সঙ্গে আবার আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আই এস এফ( ISF )। রাজনৈতিক মহলে মতে, একুশে ক্ষমতায় ফেরার লড়াইটা তৃণমূলের পক্ষে মোটেই সহজ হবে না। এবার বিধানসভা ভোটে প্রার্থী বাছাইয়ের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, এই কমিটিতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় , পার্থ চট্টোপাধ্যায়, ফিরদাহ হাকিম ,অরূপ বিশ্বাসের মতো নেতারাও। বিধানসভা নির্বাচনে মোট মহিলা প্রার্থী ৫০ জন। সংখ্যালঘু প্রার্থী ৪২ জন। এসসি প্রার্থী ৭৯। এসটি প্রার্থী ১৭ জন।
পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের প্রার্থী হলেনঃ
১। পশ্চিম পাঁশকুড়া বিধানসভা – ফিরোজা বিবি
২। পূর্ব পাঁশকুড়া বিধানসভা – বিপ্লব রায় চৌধুরী
৩ । ময়না বিধানসভা – ডাঃ সংগ্রাম দলাই
৪। তমলুক বিধানসভা – সৌমেন মহাপাত্র
৫। নন্দকুমার বিধানসভা – সুকুমার দে
৬। হলদিয়া বিধানসভা – স্বপন নস্কর
৭। মহিষাদল বিধানসভা – তিলক চক্রবর্তী
৮। নন্দীগ্রাম বিধানসভা – মমতা বন্দ্যোপাধ্যায়
৯। চন্ডিপুর বিধানসভা – সোহম চক্রবর্তী
১০। খেজুরী বিধানসভা – ডাঃ পার্থ প্রতিম দাস
১১। ভগবানপুর বিধানসভা – অর্ধেন্দু মাইতি
১২। পটাশপুর বিধানসভা- উত্তম বারিক
১৩। এগরা বিধানসভা – তরুণ মাইতি
১৪। দক্ষিণ কাঁথি বিধানসভা – ডাঃ পার্থ প্রতিম দাস
১৫। উত্তর কাঁথির বিধানসভা – তরুন জানা
১৬। রামনগর বিধানসভা – অখিল গিরি
পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের প্রার্থী হলেনঃ
১। মেদিনীপুর – জুন মালিয়া
২। খড়গপুর গ্রামীণ – দীনেন রায়
৩। খড়গপুর সদর – প্রদীপ সরকার
৪। নারায়ণগড় – সূর্যকান্ত অট্ট
৫। দাসপুর – মমতা ভূঞ্যা
৬। ডেবরা – হুমায়ুন কবীর
৭। ঘাটাল – শঙ্কর দলাই
৮। কেশপুর – শিউলি সাহা
৯। শালবনী – শ্রীকান্ত মাহাত
১০। গড়বেতা – উত্তরা সিং মাহাত
১১। চন্দ্রকোনা- অরুপ ধাড়া
১৩। সবং – মানস ভূঞ্যা
১৪। কেশিয়াড়ী – পরেশ মুর্মূ
১৫। দাঁতন – বিক্রম প্রধান
ঝাড়গ্রাম জেলার তৃণমূলের প্রার্থী হলেনঃ
১। নয়াগ্রাম বিধানসভা- দুলাল মুর্মূ
২। গোপীবল্লভপুর বিধানসভা -খগেন্দ্র মাহাত
৩। ঝাড়গ্ৰাম বিধানসভা – বীরবাহা হাঁসদা
৪।বিনপুর বিধানসভা – দেবনাথ হাঁসদা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
TMC
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore