Home » Municipality Chairman : ঘোষিত হল পশ্চিম মেদিনীপুর জেলার সাত পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম

Municipality Chairman : ঘোষিত হল পশ্চিম মেদিনীপুর জেলার সাত পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম

by Biplabi Sabyasachi
0 comments

The names of the chairmen and vice chairmen of seven municipalities of West Midnapore district have been announced

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নানা টানপড়নের পর অবশেষে ঘোষিত হলো তৃণমূলের মেদিনীপুর খড়গপুর সহ জেলার সাতটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম। কে হবেন চেয়ারম্যান তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সব জল্পনার অবসান ঘটল মঙ্গলবার সন্ধ্যায়। জেলার সাতটি পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে তৃণমূল।

আরও পড়ুন:- চোর সন্দেহে মেদিনীপুরে পিটিয়ে খুন যুবককে, আটক ৪

Municipality Chairman
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে রেল লাইনের ধারে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক ব্যাক্তির অচৈতন্য দেহ উদ্ধার , এলাকায় চাঞ্চল্য

তার পর থেকে রাজ্য নেতৃত্বর দিকে তাকিয়ে ছিল তৃণমূলের সমস্ত কাউন্সিলর কাকে করবেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এদিন সন্ধ্যায় রাজ্যের পাঠানো মুখবন্ধ খাম খোলে জেলা সভাপতি। তাতে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান হলেন গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সৌমেন খান। ভাইস চেয়ারম্যান অনিমা সাহা। খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান হলেন প্রদীপ সরকার। ভাইস চেয়ারম্যান তইমুর আলি খান।

আরও পড়ুন:- তমলুকে লরি ভর্তি ভোজ্যতেলের গাড়ি চুরির ঘটনায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

Advertisement

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে শোওয়ার ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর মৃতদেহ, খুন না আত্মহত্যা, ধোঁয়াশায় পুলিশ

অন্যদিকে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা, ভাইস চেয়ারম্যান পদে অজিত দে। খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই, ভাইস-চেয়ারম্যান পূর্ব ভূঁইয়া। চন্দ্রকোনায় চেয়ারম্যান প্রতিমা পাত্র, ভাইস চেয়ারম্যান মেনকা ধাড়া। ক্ষীরপাই-এ চেয়ারম্যান দুর্গা শংকর পান, ভাইস-চেয়ারম্যান আল্পনা পাত্র। রামজীবনপুরে চেয়ারম্যান কল্যাণী তেওয়ারী, ভাইস চেয়ারম্যান শিউলি সিংহ ভট্টাচার্য।

আরও পড়ুন:- সাতসকালেই আলুর জমি থেকে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Municipality Chairman

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.